সৌরভের অ্যানজিওপ্লাস্টি হল, স্টেন্ট বসানো শুরু হয়েছে, ৩টি ব্লকেজ আর্টারিতে জানাল হাসপাতাল

0
1642

দেশের সময় ওয়েবডেস্কঃ সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি চলছে উডল্যান্ড হাসপাতালে। স্টেন্ট বসানো হচ্ছে। ধমনীর মধ্যে রক্ত জমে ব্লক হয়ে যাওয়ার কারণে মাইল্ড অ্যাটাক হয় সৌরভের। সেই ব্লক ছাড়িয়ে রক্ত প্রবাহ স্বাভাবিক করার জন্যই অ্যাঞ্জিওপ্লাস্টি ও স্টেন্ট বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,  তিনটি ব্লক রয়েছে হার্টে। একটি অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে আজকে। দাদার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর।


সকাল বেলায় জিম করতে গিয়ে আচমকা ব্ল্যাক আউট হযে যায় দাদার। পরিবার জানিয়েছে, প্রথমে পিঠে ব্যথা হচ্ছিল তাঁর। পরে মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রথমে উডল্যান্ডের জরুরি বিভাগে আনা হয় সৌরভকে। তারপর তাঁকে হাসপাতালের আইসিইউতে স্থানন্তরিত করেন চিকিৎসকরা। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্তাবধানে চিকিৎসা চলছে দাদার। পরিবার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই কোভিড-সহ অন্তত এক ডজন পরীক্ষা হয়েছে মহারাজের।
সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, বুকে যন্ত্রণা বা ব্ল্যাকআউট হয়ে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেনি। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন দাদা স্নেহাশিস। উদ্বেগের কারণ এখন নেই। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘জেনে খারাপ লাগছে মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি’। সৌরভের খোঁজ নিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফোন করলেন পশ্চিমবঙ্গের বিজেপি-র অন্যতম পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে। সৌরভের দাদা স্নেহাশিসের সঙ্গেও কথা হয় অমিতের।

কিছুদিন ধরেই সৌরভ খবরের শিরোনামে রয়েছেন। সম্প্রতি রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। দু’ঘণ্টার বৈঠক হয়েছিল। যে বৈঠক নিয়ে জল্পনা ছড়িয়েছিল রাজ্য রাজনীতির অলিন্দে। এরপরে তিনি উড়ে যান দিল্লিতে। ফিরোজ শাহ কোটলাতে প্রাক্তন মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে ছিলেন তিনি। এর পরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য তাঁর বাড়িতে যান। নিজের ফেসবুক পেজে সৌরভের সঙ্গে ছবি শেয়ার করে সে কথা লেখেন তিনি৷

Previous articleসৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি! এইমসে ভর্তির পরামর্শ অমিত শাহের, খোঁজ নিলেন মমতা
Next articleবনগাঁয় গৃহবধূর রহস্য জনক মৃত্যু,তদন্তে নেমেছে পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here