দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার থেকেই রাজ্যে রেশন দোকানে মিলবে সস্তায় পেঁয়াজ। ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ দেওয়া হবে। সপ্তাহে পরিবার পিছু এক কেজি পেঁয়াজ মিলবে। এর আগে সরকারের তরফে ঠিক করা হয়েছিল কিছু দোকানের মাধ্যমে সস্তায় পেঁয়াজ দেওয়া হবে। এবার রেশন দোকানের মাধ্যমেই সেই ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের ৯৩৫টি রেশন দোকানে সস্তার পেঁয়াজ মিলবে বলে রবিবার জানালেন রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার।
বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের দাম আকাশছোঁয়া। রবিবারই বেঙ্গালুরুতে ২০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে পেঁয়াজ। কলকাতা সহ রাজ্যে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার আগেই ৫৯ টাকা দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয়। বিক্রি শুরুও হয়। কিন্তু তাতে দেখা যায় খুচরো বিক্রেতারাই সেই পেঁয়াজ কিনে নিচ্ছে। এর ফলে সাধারণ মানুষের সেভাবে কোনও উপকারই হয়নি। এবার তাই রেশন দোকানের মাধ্যমে সস্তার পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিল নবান্ন।
এদিন রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন, নাসিক থেকে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এসেছে রাজ্যে। আরও পেঁয়াজ আসছে। তবে এখনই খোলা বাজারে দাম কমার আশা কম। তাই সরকারি উদ্যোগে রেশন ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে কম দামে পেঁয়াজ পৌঁছে দেওয়া হবে। তবে সপ্তাহে পরিবার পিছু এক কেজি করে সস্তার পেঁয়াজ কিনতে পারবেন।