সীমান্ত বাণিজ্য চালুর দাবিতে বিক্ষোভ বসিরহাটের ঘোজাডাঙায় ,পেট্রাপোল চলছে ধীর গতিতে ,আমদানি বন্ধ

0
1114

দেশের সময় ওয়েবডেস্কঃ দীর্ঘ জটিলতা কাটিয়ে পেট্রাপোল সুসংহত চেকপোস্ট দিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য রফতানির কাজ শুরু হয়েছে বেশ কয়েক দিন আগেই।রাজ্যের বিভিন্ন সীমান্তের স্থলবন্দরে কাজ শুরু হলেও বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত চালু হয়নি এখনও পর্যন্ত। এ নিয়ে বুধবার বিক্ষোভও দেখায় ঘোজাডাঙা ল্যান্ড পোর্ট সমন্বয় কমিটি।

এদিন বসিরহাটের মহকুমাশাসকের দফতরের সামনে বোটঘাটে মঞ্চ করে মাইক বেঁধে বিক্ষোভ সভা হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ভারত-বাংলাদেশের মধ্যে ঘোজাডাঙা সীমান্ত দিয়ে আমদানি-রফতানির কাজ শুরু করতে হবে।  বিক্ষোভকারীরা জানিয়েছেন, প্রায় তিন মাস ধরে বাণিজ্য বন্ধ। এতে কোটি কোটি টাকা সরকারি রাজস্ব ক্ষতি হচ্ছে। এ দিকে, আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সীমান্ত বাণিজ্যে জড়িত কয়েক হাজার মানুষ।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানাগিয়েছে, লকডাউনের শুরু থেকেই বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে আমদানি-রফতানির কাজ বন্ধ হয়ে গিয়েছে। গত ৮৪ দিন ধরে ঘোজাডাঙা সীমান্তে প্রায় ১৬০০ ট্রাক দাঁড়িয়ে। এর মধ্যে ৬৭টি বাংলাদেশ থেকে আসা ট্রাকও আছে। আটকে থাকা ট্রাকে পাথর এবং সর্ষের খোল রয়েছে। বাণিজ্য বন্ধের কারণে দিন দিন লোকসান বাড়ছে। ট্রাকে থাকা মালপত্র অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।

ট্রাক মালিক পক্ষের দাবি, দিনের পর দিন পাথর ভর্তি নিয়ে একই জায়গায় দাঁড়িয়ে থাকায় ইতিমধ্যে ট্রাকের ইঞ্জিন-সহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। ফলে বড় রকম ক্ষতির মুখে পড়তে হচ্ছে। কয়েকটি সংগঠনকে একত্রিত করে গড়া হয় ‘ঘোজাডাঙা ল্যান্ড পোর্ট সমন্বয় কমিটি।’ ওই কমিটি থেকে দ্রুত সীমান্ত বাণিজ্য শুরুর দাবি জানানো হয় সরকারি সংশ্লিষ্ট সব ‌দফতর থেকে শুরু করে মন্ত্রীদেরকেও। তা সত্ত্বেও বাণিজ্য শুরু হয়নি।

এদিন শতাধিক ব্যবসায়ী, মালিক, শ্রমিকেরা ঘোজাডাঙা স্থলবন্দর খোলার দাবিতে প্ল্যাকার্ড হাতে মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ সভা করেন। কমিটির সভাপতি কান্তি দত্ত দেশের সময় কে জানিয়েছেন, ‘‘দীর্ঘদিন ধরে সীমান্ত বাণিজ্য বন্ধ রাখার কারণে আমাদের কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে নেতা, মন্ত্রী, আমলা থেকে শুরু করে প্রশাসনের দরজায় দরজায় ঘুরে ক্লান্ত আমরা। অথচ পেট্রাপোল, মালদহের মহদিপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি, শিলিগুড়ির ফুলবাড়ি, কোচবিহারের চ্যাংড়াবান্ধা, আলিপুরদুয়ারের জয়গাঁও এবং দার্জিলিংয়ের নকশালবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে কী ভাবে বাণিজ্যের অনুমতি মিলেছে।’’

কমিটির সম্পাদক জয়দেব সরকার বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে যাঁরা আর্থিক সাহায্য করলেন, দীর্ঘদিন বাণিজ্য বন্ধ থাকার কারণে এখন সেই সব দিন মজুর পরিবারকেই না খেয়ে থাকতে হচ্ছে। ব্যবসায়ীরা ব্যাঙ্কের ঋণও শোধ করতে পারছেন না।  ট্রাক মালিকেরা গাড়ির সিএফ, ফাইন্যান্স, ইনসিওরেন্স দিতে পারছেন না। কাজ না থাকায় গাড়ি লোডিং আনলোডিংয়ের সঙ্গে জড়িত কয়েক হাজার শ্রমিক আর্থিক সঙ্কটে ধুকছেন।’’

অন্যদিকে পেট্রাপোল স্থল বন্দরের চিত্রটা অনেকটাই বদলেছে বলে জানান পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী ।তিনি বলেন,দীর্ঘ জটিলতা কাটিয়ে পেট্রাপোল সুসংহত চেকপোস্ট দিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য রফতানির কাজ শুরু হওয়ার পরে প্রথম একদিনে ১০০টির বেশি পণ্যভর্তি ট্রাক বাংলাদেশের বেনাপোলে ঢোকে৷ তারপর ফের কাজের গতি কমে গিয়ে কখনও ২৪টি ট্রাক, তারপর কোনও দিন ১৪টি, কোনও দিন ৩৭টি, কোনও দিন ৫৮টি, আবার গত দু’দিনে ফের গতি বেড়ে ২০০ বেশি ট্রাক বেনাপোলো যাচ্ছে। কিন্তু আমদানির কাজ এখনও শুরু হয়নি পেট্রাপোল বন্দর দিয়ে৷ রফতানির পাশাপাশি আমদানির কাজ শুরু হলে দু’দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কটাও আরও মজবুত হবে৷দু’বাংলার ব্যাবসায়ী মহল এবং শ্রমিকরাও খুশি হবে৷ নতুন করে প্রাণ ফিরে পাবে পেট্রাপোল-বেনাপোল স্থল বন্দরও৷       

Previous articleবাংলাকে ডাকেনি একদিন সবাইকে ডাকবে, মন্তব্য মুখ্যমন্ত্রীর
Next articleলাদাখে উত্তেজনার প্রভাব সুদূরপ্রসারী হতে পারে: প্রণব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here