সস্ত্রীক করোনায় আক্রান্ত দাউদ

0
1568

দেশের সময় ওয়েবডেস্কঃ তাকে সমঝে চলে সকলে। আবার কখন, কী সন্ত্রাস ছড়ায়, আতঙ্কে থাকে উপমহাদেশ। সেই তাকেও রেয়াৎ করল না করোনা। আক্রান্ত হল দাউদ ইব্রাহিম।সরকারি সূত্রে এমনটাই খবর। শুধু সে নয়, তার স্ত্রী মেহজাবিনের শরীরেও মিলেছে করোনা ভাইরাস। সহকারীদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। 
সূত্রের খবর, করাচির সেনা হাসপাতালে ভর্তি ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল পাণ্ডা দাউদ। 

পাকিস্তানের তরফে যদিও খবরটি অস্বীকার করা হয়েছে। বারবার বলা হয়েছে, দাউদের কোভিড–১৯ হয়নি। তবে শীর্ষস্তরের সরকারি অফিসারদের সূত্রে জানা গেছে, কোভিডেই আক্রান্ত হয়েছে দাউদ।
 দাউদ সেদেশে রয়েছে, তা পাকিস্তান যদিও অস্বীকার করে এসেছে বরাবর। তবে একথা এখন আরও কারও জানতে বাকি নেই। এবারে সেদেশে বসেই করোনা আক্রান্ত দাউদ এবং স্ত্রী মেহজাবিন ওরফে জুবিনা জারিন। কীভাবে আক্রান্ত হয়েছে, জানা যায়নি। তাদের তিন মেয়ে মাহরুখ, মারিয়া, মাহরিন এবং ছেলে মইনও আক্রান্ত হয়েছে কিনা জানা যায়নি।
‌ বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৬৬ লক্ষ। রোজ লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। 

Previous articleআমপান বিধ্বস্ত দুই ২৪ পরগনা ঘুরে দেখল কেন্দ্রীয় দল
Next articleবঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, আগামী দুদিন রাজ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here