সল্টলেকের বাড়ির দরজা ভেঙে সুরজিৎ কর পুরকায়স্থর প্রাক্তন স্ত্রী এবং শাশুড়ির মৃতদেহ উদ্ধার

0
1739

দেশের সময় ওয়েবডেস্কঃ বাড়ির দরজা ভেঙে এক প্রৌঢ় এবং তাঁর বৃদ্ধা মায়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি গটেছে রবিবার সকালে সল্টলেকের বিই ব্লকে। ৬০ বছরের শর্মিষ্ঠা কর পুরকায়স্থ এবং তাঁর ৭৯ বছরের মা পাপিয়া দে–র মৃতদেহ উদ্ধার হয়। শর্মিষ্ঠা রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থর প্রাক্তন স্ত্রী। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন মা–মেয়ে। গত দুদিন ধরে তাঁদের সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারেননি তাঁদের আত্মীয়রা। শনিবার রাতে এক আত্মীয় বাড়িতে গিয়ে ডাকাডাকিতে সাড়া না পেয়ে পড়শিদের সঙ্গে বিধাননগর উত্তর থানায় খবর দেন। তারপরই পুলিশ এবং দমকল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে শর্মিষ্ঠা এবং তাঁর মাকে বিছানায় পাশাপাশি শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়। 

দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হলেও সেগুলির কোভিড–১৯ পরীক্ষাও হবে বলে জানিয়েছেন বিধাননগর উত্তর থানার আইসি। প্রতিবেশীদের বয়ান অনুযায়ী, গত তিনদিন ধরেই ওই বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। মা–মেয়ের সাড়া না মিললেও এসি চলার শব্দ পাওয়া যাচ্ছিল। কোভিড–১৯ পরীক্ষা এবং ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Previous articleচালু হল পেট্রাপোল সীমান্ত বাণিজ্য,২৪টি পণ্য বোঝাই ট্রাক ঢুকল বাংলাদেশে
Next articleমাচায় বসা গল্পবাজ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here