দেশের সময়,বনগাঁ: সরস্বতী পুজোকে সামনে রেখে অভিনব উদ্যোগ নিল বনগাঁর কোর্টরোড বটতলা যুব গোষ্ঠী। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সরস্বতী পুজোর খুঁটি পুজো সেরে নিলেন। এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এদিনের কর্মসূচী শুরু হয়।
এরপর বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় প্রথম ভাগ বই পথচলতি শিশুদের হাতে তুলে দেন পুজো কমিটির কর্তারা। একইসঙ্গে পথচলতি মানুষদের হাতে গাছের চারা বিতরণ করা হয়। গত চার বছর ধরে তারা এই কর্মসূচি পালন করে আসছেন।
বনগ্রাম শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রের উদ্যোগে এদিন ৭৫ জন দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে সহযোগিতা করে বনগাঁ টাউন দুর্গা মন্দির কমিটি। এই মন্দির চত্বর থেকে এদিন প্রসাদ বিতরণ করা হয়।
উদ্যোক্তাদের পক্ষে সহ-সম্পাদক নির্মল সরকার বলেন, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে গত বেশ কয়েক বছর ধরেই সংস্থার সদস্যদের নিজেদের ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালন করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে হাইস্কুল মোড়ে প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।