সব উত্তর দিয়েছি : অভিষেক

0
631

দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার ঢুকেছিলেন সকাল ১১টায়। বেরোলেন যখন, তখন রাত আটটা বেজে গিয়েছে। এদিন কয়লা কাণ্ডে হাজিরা দিতে দিল্লির ইডি দফতরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । জেরা শেষ করে প্রায় ৯ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরিযে আসেন অভিষেক।

ইডি দফতর থেকে বেরিয়ে এদিন অভিষেক বলেন, সব প্রশ্নের উত্তর দিয়েছি। প্রতিহিংসার রাজনীতির কাছে মাথানত করব না।

রবিবার কলকাতা দিল্লি যান অভিষেক। যাওয়ার আগে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশে ব্যবহার করার অভিযোগ করেছিলেন তিনি। এও বলেছিলেন, তাঁর পিছনে ইডি, সিবিআই লাগিয়ে লাভ নেই।

১০ পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি ফাঁসিতে ঝুলে পড়বেন। অভিষেক এও বলেছিলেন, কলকাতার মামলায় তাঁকে দিল্লিতে ডেকে আনা হয়েছে।

এদিন হাজিরা দিতে ঢোকার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। সব রকম সহযোগিতা করব। তদন্তকারী সংস্থা নিজের কাজ করছে। এক জন সাধারণ নাগরিক হিসেবে আমারও উচিত তাদের সঙ্গে সহযোগিতা করা।’’

আর্থিক দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে নোটিস দিয়েছিল ইডি। কিন্তু রুজিরা ইডিকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন তাঁর পক্ষে এখন এত স্বল্প নোটসে দিল্লি যাওয়া সম্ভব নয়। ইডি চাইলে কলকাতায় তাঁকে জেরা করতে পারে। তবে অভিষেক আজ ইডি কর্তাদের সামনে হাজিরা দিতে গিয়েছিলেন। ৯ ঘণ্টা পর সেখান থেকে বেরোলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Previous articleবেহালায় পর্ণশ্রীতে খাটের উপর মা ছেলের গলা কাটা দেহ উদ্ধার পুলিশের , আনলক দরজা’-ই ভাবাচ্ছে তদন্তকারীদের
Next articleএক কৃষক ৬টি হিরের টুকরো পেলেন লিজ নেওয়া সরকারি জমি থেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here