সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনাবসান, শোকের ছায়া নেমেছে সঙ্গীত জগতে

0
1053

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা জয় করেছিলেন হেলায়।কিন্তু শেষ পর্যন্ত আর লড়াইটা জিততে পারলেন না গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ, মঙ্গলবার বাইপাসের ধারে বেসরকারি এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। 

সকাল থেকেই অবনতি হয়েছিল তাঁর শারীরিক অবস্থার, সন্ধেয় চলে গেলেন গীতশ্রী। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সঙ্গীতজগতে।

গত ৬ ফেব্রুয়ারি দেশের মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন সঙ্গীতের সরস্বতী লতা মঙ্গেশকর। তাঁর কিছুদিনের মধ্যেই থামল গীতশ্রীর সুরও। ৯০ বছর বয়সে অন্য সুরলোকে চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

খবর টুইট করে জানিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। জানা গিয়েছে, কার্ডিয়ার অ্যারেস্ট হয় তাঁর। তার জেরেই মৃত্যু। পরিবারের সদস্যরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন হাসপাতালে। 

Previous articleপাঁচ ঘণ্টা সিবিআই-এর জেরা, নিজাম প্যালেস থেকে বেরিয়ে কী বললেন দেব?
Next articleSandhya Mukhopadhyay: কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে! সঙ্গীত জগতে সন্ধ্যা নামল, চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here