‘শিবালয়ে মাতৃ আরাধনায়’ মেতে উঠেছে মতিগঞ্জের শান্তি সংঘ

0
950
দেশের সময়,বনগাঁ: মতিগঞ্জের শান্তি সংঘের এবারের পুজোর থিম শিবালয়ে মাতৃ আরাধনা। টিন আর প্লাইয়ের মাধ্যমে ১২টি শিবমন্দির তৈরি করে সেখানে দ্বাদশ শিবলিঙ্গ তুলে ধরা হয়েছে। পুজোর পাশাপাশি প্রতিদিন পুজো প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। ক্লাবকর্তা নিত্য দাস জানান, ষষ্টির সন্ধ্যেয় মন্ডপের উদ্বোধন করেন বনগাঁ পুরসভার পুর প্রধান শঙ্কর আঢ্য এবং গোপাল শেঠ (প্রাক্তন বিধায়ক বনগাঁ)

এদিন বনগাঁর বিশিষ্ট প্রতীবন্দি ক্রিরাবিদ পরিমল বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয় ক্লাবের পক্ষ্য থেকে৷এছাড়া সবুজ কে বাঁচাতে বিডিন্ন রকমের চারা গাছ প্রদান করা হয়৷পুরনো ঐতিহ্য মেনে এবারেও অষ্টমীর দিন সকালে ক্লাবের মহিলা সদস্যা দ্বারা পরিচালিত মিলন উৎসবে হাজির থাকবেন সমাজের বিভিন্ন স্তরের নাগরিকেরা।

Previous articleদেশের সময়-পুজো পরিক্রমা: বনগাঁ শিমুলতলা আয়রণ গেট স্পোর্টিং ক্লাব পুজো মন্ডপ
Next articleপুজো পরিক্রমা:তেলেঙ্গাবাগানের মন্ডপ: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here