দেশের সময়, ওয়েব ডেস্ক:- “নাথান লিঁও-কে নিয়ে অতো ভাবনার কিছু নেই”। পারথ-এ টেস্ট পরাজয়ের পর বিরাট বাহিনীকে এমনই বার্তা দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য দ্বিতীয় টেস্ট পরাজয়ের পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত অধিনায়ক জানিয়েছিলেন, “পারথ-এর পিচ-এ যে কোন স্পিনার কাজে আসতে পারে তা কোনভাবেই আমাদের মনে হয়নি”। “সেই ভাবনাতেই দলে তিন পেসার রাখা হয়েছিল”। কিন্তু সব সমীকরণ বদলে দিয়ে ম্যাচে অজি স্পিনার নাথান লিঁও-র দাপটে ভেঙে পরে ভারতের ব্যাটিং লাইনআপ। মোট আট উইকেট সংগ্রহ করে ম্যাচের সেরা মনোনীত হন তিনি। তবে মহারাজের মতে, “ভারতের ব্যাটসম্যানরা লিঁও-কে নিয়ে বেশী চিন্তা করছেন”। “এতো না ভেবে ওকে অাক্রমন করা উচিৎ”। “আমি মানছি লিঁও বড়ো স্পিনার”। “তাহলে শেন ওয়ার্ন বা মুথাইয়া মুরলীথরন প্রসঙ্গে কি বলা যায়”? সৌরভ বলেন, “ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা আগেও অস্ট্রেলিয়া সফর করেছেন”। “তবে চেতেশ্বর পূজারা ছাড়া সেই মতো পারফরমেন্স কারও কাছ থেকেই এই সিরিজে পাওয়া যায়নি”। “ম্যাচ জেতার জন্য বিপক্ষকে প্রতি ইনিংসে ৩০০ থেকে ৩৫০ রানের লক্ষ্যমাত্রা দিতে হবে”। আগামী ২৬তারিখ মেলবোর্ন-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত।