লখনউ এর রাস্তায় প্রিয়াঙ্কা ঝড়

0
748

শেষ বার লখনউ-র রাস্তায় কংগ্রেসকে নিয়ে এমন উন্মাদনা কবে হয়েছিল, স্মরণকালের মধ্যে হাতড়েও পাওয়া যাবে না হয়ত!

সেই লখনউতে সোমবার সকালে একটা নতুন ঝড় উঠল! গোলাপি টি শার্ট পরা কংগ্রেস কর্মীরা যাকে বলছেন, আঁধি! তাঁদের সেই পছন্দের স্লোগান,-প্রিয়ঙ্কা নতুন ঝড়, দ্বিতীয় ইন্দিরা গান্ধী !’

দিল্লিতে অনশনরত চন্দ্রবাবু নায়ডুর ধর্ণা মঞ্চে এ দিন সকালে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখান থেকে বেরিয়ে বোন তথা সর্বভারতীয় কংগ্রেসের তরফে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা বঢড়া গান্ধী এবং উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত অপর সাধারণ সম্পাদক

জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে রাহুল পৌঁছন লখনউ।আর তার পর যা হল, সে তো নতুন ইতিহাস। মাইলফলক। এয়ারপোর্ট থেকে দলের রাজ্য দফতর জওহরভবন পর্যন্ত আগে থেকেই রোড শো করার কথা ছিল তাঁদের! কিন্তু শেষ পর্যন্ত যা শুরু হল, তাকে জনস্রোত বলাই যায়।লখনউ বিমানবন্দর থেকে বেরিয়ে একটা ছোট সাদা বাসের মাথায় চড়েন রাহুল, প্রিয়ঙ্কা,

জ্যোতিরাদিত্য, রাজ বব্বর। বিমানবন্দরের বাইরে তখনই থই থই ভিড়। কংগ্রেস নেতা কর্মী বোঝাই শয়ে শয়ে গাড়ি অপেক্ষা করছে। রাস্তা জুড়ে পতাকা হাতে কংগ্রেস কর্মীরা। রাস্তার ধারে উপচে পড়ছে জনতা। সঙ্গে পাল্লা দিয়ে বাজছে, ঢোল ও আনুসঙ্গিক বাদ্যি। লখনউ এর রাস্তায় কান পাতলে শোনাযাচ্ছে শুধু রাহুল, প্রিয়ঙ্কার নামে উচ্চস্বরে স্লোগান৷ এক কথায় লখনউ এর রাস্তায় প্রিয়াঙ্কার ঝড়।

ছবি- এফ বি-সৌজন্যে

Previous articleলখনউ যাচ্ছি,অডিও বার্তা প্রিয়াঙ্কার
Next articleকৃষ্ণগঞ্জে হুঁশিয়ারি অভিষেকের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here