রিমুভার শেষ? পুরোনো নেল পলিশ তুলতে হাতের কাছেই রয়েছে সহজ উপায়

0
1266

“এরা ” বিউটি টিপস ~

নেল পলিশটা পরেছেন অনেকদিন, কোনের দিকে চটাও উঠে গেছে খানিকটা। ভাবলেন, নেল পলিশ রিমুভার ঘষে তুলে ফেলবেন পুরোনো পালিশটা। অথচ রিমুভারের বোতল শেষ, চট করে কিনেও আনা যাবে না! এদিকে একটু পরেই আবার নেমন্তন্ন বাড়ি আছে একটা, সেখানে চটা ওঠা নখ নিয়ে যাওয়াও যাবে না! মহা মুশকিল!


কী করবেন এ সব ক্ষেত্রে? খুঁটে পালিশ তুলতে যাওয়াটা কোনও কাজের কথা নয়! দেখতে বিচ্ছিরি লাগবে, নখের ক্ষতিও হয়ে যেতে পারে! বরং দেখে নিন নেল পলিশ রিমুভার হাতের কাছে না থাকলে আর কী কী উপাদান ব্যবহার করে নিরাপদেই পুরোনো পালিশ তুলে ফেলা যায়!

টুথপেস্ট
ঠিকই পড়েছেন। নেল পলিশ রিমুভার শেষ হয়ে গিয়ে থাকলে একটা পুরোনো ব্রাশে করে যে কোনও টুথপেস্ট নিয়ে নখের উপরে ঘষুন। টুথপেস্টে ইথাইল অ্যাসিটেট আছে যা আপনার নেল পলিশ নিরাপদে তুলে দেবে। নেল পলিশ রিমুভারেও এই একই উপাদান রয়েছে!

ডিওডোরান্ট
পুরোনো নেল পলিশ তুলতে আপনার দ্বিতীয় ভরসা ডিওডোরান্ট। নখের উপর স্প্রে করে তুলো দিয়ে মুছে নিন। নেল পলিশ রিমুভারের মতো একবারে উঠবে না। ধৈর্য ধরে বারকয়েক করুন, সব রং উঠে যাবে।

হ্যান্ড স্যানিটাইজ়ার
নেল পলিশ রিমুভার নেই? হ্যান্ড স্যানিটাইজ়ার তো আছে? তুলোয় করে একটুখানি নিয়ে নখে ঘষুন। একটু সময় দিলেই সব রং উঠে আসবে।


পারফিউম
ডিওডোরান্টের মতো পারফিউমও পুরোনো নেলপলিশ তুলতে কার্যকরী। টিস্যু পেপারে একটু পারফিউম লাগিয়ে নখে ঘষলেই কেল্লা ফতে!

হেয়ার স্প্রে
হেয়ার স্প্রে-তে রাবিং অ্যালকোহল থাকে যা নেল পলিশ রিমুভারের সবচেয়ে ভালো বিকল্প! নখের উপর স্প্রে করে সঙ্গে সঙ্গে তুলো দিয়ে মুছে নিন। এটা খুব দ্রুত করতে হবে, না হলে নখের উপর তুলো আটকে যেতে পারে!


টপ কোট
উপরে বলা কোনও উপাদানই হাতের কাছে নেই, অথচ এক শিশি টপ কোট আছে? নিশ্চিন্ত থাকুন! পুরোনো পালিশের উপর টপ কোট লাগান আর তুলো দিয়ে মুছে তুলে দিন। টপ কোটের সঙ্গে তলার পুরোনো পালিশও উঠে আসবে!

Previous articleWhy Pakistan is worried in killing terrorists in Indian soil by Indian security forces ?
Next articleভারতীয় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা!‌ গুলি করে নামাল হলো পাক এফ-১৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here