রাশিফল:প্রেম অর্থ স্বাস্থ্য,জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

0
1114

মেষ
শরীর যোগাসন এবং মেডিটেশন আজ আপনার জন্য দরকারি।
অর্থ বাজারে যে টাকাকড়ি ধার দিয়েছিলেন, তা পরিশোধ হয়ে যাবে আজ। আর্থিক অবস্থার উন্নতি হবে।
প্রেম সমস্যা তো আসবেই, তা বলে দুজনে অভিমান করে থাকলে তো তা মেটানো যাবে না। চেষ্টা করুন আলোচনা করে মিটিয়ে নিতে।

বৃষ
শরীর পারিবারিক সমস্যা আজ আপনার প্রেশার বাড়িয়ে দিতে পারে। তবে সুস্থ থাকতে সকালে উঠে যোগাসন করতে পারেন।
অর্থ বিনিয়োগ আজ করতেই পারেন, তবে ভেবে চিন্তে বিবেচকের মতো বিনিয়োগ করুন।
প্রেম প্রেমে ভোগান্তি হবে আজ, এমনকি আপনার মূল্যবান কোনও উপহারও কোনও জাদু করবে না সম্পর্কে।


মিথুন

শরীর বিশ্রাম করুন, খুব বেশি কাজের চাপ আজ এড়িয়ে চলুন।
অর্থ আজকের বিনিয়োগ পরবর্তীকালে আপনাকে সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা দেবে।
প্রেম সঙ্গীর আচরণ আজ আপনাকে মুগ্ধ করবে। জীবন মরুভূমি হলেও উনিই আপনার তেষ্টা মেটাবেন।

কর্কট
শরীর বেপরোয়া আচরণে শরীরে চোট আঘাতের সম্ভাবনা আছে। চেষ্টা করুন, সাবধানে চলাফেরা করতে।
অর্থ খুব একটা ভালো দিন আজ নয়। টাকা পয়সার লাভ খুব একটা হবে না আজ।
প্রেম আজ সব বিপরীত ঘটলেও, সঙ্গী কিন্তু আপনার মধ্যে ভালো দিক খুঁজে পাবেন।

সিংহ
শরীর মানসিক শান্তিতেই থাকবেন আজ। তাই শরীরেও কোনও সমস্যা আসবে না।
অর্থ বেশ কিছু আত্মীয়ের জন্য আজ বেশ খানিকটা খরচ হয়ে যেতে পারে আপনার। চেষ্টা করুন সে দিকে নজর দিতে।
প্রেম প্রিয়জনকে নিয়ে আজ উদ্বেগে থাকতে পারেন আপনি।

কন্যা
শরীর আজ একটি দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। তা বলে, ঘর থেকে বেরিয়ে অনেক দূর ভ্রমণের ঝুঁকি নেবেন না।
অর্থ অন্যের আনন্দে ব্যয় করে নিজের পকেট ফাঁকা করবেন না, পরে কেউ সেটা ফেরাতে আসবেন না।
প্রেম আজ কিছু বিষয়ে সঙ্গী আপনাকে চমকে দিতে পারেন, খুশির দিন দুজনেরই।


তুলা
শরীর স্বাস্হ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। নিজের প্রতি অবহেলা করবেন না।
অর্থ বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আজ।
প্রেম তৃতীয় কোনও ব্যাক্তি আজ সমস্যা করতে পারেন, দু-জনে মিলে সামলে নেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক
শরীর মন থেকে যদি সুস্থ সুন্দর থাকতে চান, তাহলে সঠিক সময় ধরে ঘুমোনোর চেষ্টা করুন।
অর্থ আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে নষ্ট করবে।
প্রেম সঙ্গীকে অযথা বিরক্ত করতে যাবেন না। তাঁর মেজাজ বুঝে চলুন।

ধনু
শরীর সুস্থ থাকতে আশপাশের সব অশান্তিকে উপেক্ষা করুন, আর মন দিয়ে যোগাসন করে যান।
অর্থ যে কোনও বিনিয়োগ করার আগে ভালো করে ভেবে নেবেন। আজ দিনটা শুভ নয়।
প্রেম প্রেমে অপ্রত্যাশিত মোড় আসবে আজ। তাই নিজেকে সামলে রাখার চেষ্টা করুন।

মকর
শরীর অত্যধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। যেহেতু উদ্বেগ, বদমেজাজ এবং দুশ্চিন্তা অল্পস্বল্প শরীরকেও প্রভাবিত করতে পারে, তাই এটি এড়িয়ে চলুন ।
অর্থ বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন।
প্রেম সঙ্গীকে আজ একটু আনমনা দেখতে পারেন, কারণ তো আপনাকেই খুঁজে বের করতে হবে।

কুম্ভ
শরীর আজ অন্য দিনের চেয়ে বেশি এনার্জেটিক থাকবেন। তাই শরীর যে চাঙা থাকবে, তা আলাদা করে বলার কিছুই নেই।
অর্থ আর্থিক সুরাহা হবে আজ। শুধু চোখ-কান খোলা রাখতে হবে আপনাকে।
প্রেম ভালো থাকতে গেলে সঙ্গীকে আনন্দে রাখতেই হবে আপনাকে। তাঁর আজ মেজাজ একটু বিগড়ে থাকতে পারে। আপনাকেই সামলাতে হবে।


মীন
শরীর সারাক্ষণ উদ্বিগ্ন থাকাটা আপনার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। চেষ্টা করুন, এসব ভুলে গান শুনতে, ছবি আঁকতে।
অর্থ আজ যৌথ ব্যবসায়ে এবং সন্দেহজনক আর্থিক কোনও স্কিমে বিনিয়োগ করবেন না।
প্রেম পারিবারিক সমস্যা কোথায় থাকে না, কিন্তু সেটা তো দুজনে মিলেই মোকাবিলা করতে হবে।

Previous articleরংবাজি হোয়ে যাক!চোখ দু’টোকে সামলে রেখে বলছেন চিকিৎসকেরা
Next articleদেশ মাতল দোলযাত্রায় চলছে রং খেলার ধুম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here