যোগ্য’ হওয়ার লড়াইয়ে ক্যান্সার আক্রান্ত বনগাঁর তরুণী: দেখুন ভিডিও

0
39

দেশের সময়, বনগাঁ:জীবন তাঁর বেঁচে থাকার লড়াই,তিনি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত,  ক্যেমো নেওয়ার কারণে মাথায় চুল না থাকলেও, হাল ছাড়েননি শিক্ষিকা সৌমি বিশ্বাস। রবিবার হাতে পেন নিয়ে তিনি হাজির হন পরীক্ষা হলে। তাঁকে যে প্রমাণ করতেই হবে তিনি জীবন যুদ্ধে যোগ্য হওয়ার পাশাপাশি একজন শিক্ষিকা হিসেবেও যোগ্য। এই দৃশ্য দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পুরসভায়।

দীর্ঘ ৯ বছর পর রাজ্যে আয়োজিত হল এসএসসি পরীক্ষা। রাজ্যের ৬৩৬ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিলেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। এর মধ্যে একজন ছিলেন কুমুদিনী গার্লস হাই স্কুলের শিক্ষিকা সৌমি বিশ্বাস। যে স্কুলে ২০১৯ সালে যোগ দিয়ে নিজে একসময়ে শিক্ষিকতা করেছেন আজ সেই স্কুলের বেঞ্চে বসেই পরীক্ষা দিতে হল তাঁকে। এ যেন এক দুঃস্বপ্নের সমান। দেখুন ভিডিও

বনগাঁর বাসিন্দা সৌমি বিশ্বাস। ২০১৬ সালে চাকরি পান। তিনি জানান বেশ ভালোই চলছিল চাকরি, তারপর হঠাৎ করেই কানে এল তিনি চাকরি খুইয়েছেন। তাঁকে চাকরি হারা বলে দাগিয়ে দেওয়া হয়েছে। সবে মাত্র চাকরি গেছে, কেটেছে এক সপ্তাহ, এর মধ্যে ধরা পড়ল ক্যান্সার, তাও চতুর্থ স্তরে। শুনে পায়ের তলার মাটি সরে যাওয়ার জোগাড়। গত ২০ অগস্ট টানা ১৪ ঘণ্টা ধরে চলে তাঁর অস্ত্রোপচার। ১ মাসও হয়নি, এই অবস্থায় অসুস্থ শরীর নিয়েই এ দিন দেড় ঘণ্টা ধরে পরীক্ষায় বসেন ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন এই শিক্ষিকা। নিজের যোগ্যতা প্রমাণ করাই এখন সৌমি বিশ্বাসের একমাত্র লক্ষ্য।

পরিবারে রয়েছেন তাঁর স্বামী এবং তাঁদের তিন বছরের কন্যাসন্তান। স্বামী বেসরকারি ব্যাংকের কর্মী, এ দিন স্বামীর হাত ধরেই পরীক্ষাকেন্দ্রে এসেছিলেন সৌমি। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চলতি বছর ডিসেম্বর পর্যন্ত চাকরিহারাদের চাকরি বহাল থাকলেও নিজেদের যোগ্য প্রমাণ করতে পরীক্ষা দিতে ঝাঁপিয়ে পড়েছেন চাকরিহারারা। চরম অসুস্থতার পরও সেই পথেই হেঁটেছেন তিনিও।

Previous articleমনসা দেবীর পুজোর ইতিহাস জানুন
Next articleTMC মতুয়া গড়ে হারানো জমি দখলে এক হয়ে লড়ার বার্তা অভিষেকের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here