যাত্রী তুলতে বাঁধা প্রতিবাদে নিমতলা টোটো চালকদের যশোররোড অবরোধ বনগাঁয়

0
923

দেশের সময়, বনগাঁ: বনগাঁ রেল স্টেশন এলাকায় স্টেশন ইরিক্সা ইউনিয়নের পক্ষ থেকে নিমতলা ই রিক্সা ইউনিয়নের টোটো চালকদেরকে তাঁদের টোটোতে যাত্রী তুলতে দেওয়া হচ্ছে না এই অভিযোগে শনিবার দুপুর ১টা নাগাদ বাটার মোড় সংলগ্ন যশোররোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় এক হাজার টোটো চালক৷ অবরোধের জেরে এদিন বনগাঁ শহর কার্যত যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে৷ অবরোধ তুলতে ঘটনা স্থলে ছুটে যায় বনগাঁ থানার পুলিশ ৷ প্রায় ৪’ঘন্টা ধরে পুলিশও প্রশাসক অবরোধকারীদেরকে অবরোধ তুলতে অনুরোধ করলে বিকেল ৪টে৩০মিনিট নাগাদ অবশেষে অবরোধ তুলে নেন নিমতলা টোটো ইউনিয়নের সদস্যরা৷ দেখুন ভিডিও:

দুটি ই- রিক্সা ইউনিয়ান রয়েছে। বনগাঁ রেলস্টেশন ইরিক্সা ইউনিয়ন ও নিমতলা ইরিক্সা ইউনিয়ন। 
স্টেশন ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আইএনটিটিইউসি স্বীকৃত। সম্প্রতি ই-রিক্সা চালকদেরকে নিয়ে প্রশাসনিক কর্তারা বৈঠক করে ঠিক হয় দৈনিক ১০০ টি ই রিক্সা যাত্রীদেরকে নিয়ে বনগাঁ স্টেশন থেকে মতিগঞ্জ নিমতলায় আসতে পারবে পাশাপাশি নিমতলা থেকে ১০০টি ই রিক্সা যাত্রী নিয়ে স্টেশনে যেতে পারবে। এদিন সকালে নিমতলা ই-রিক্সা ইউনিয়নের সদস্যরাস্টেশন সংলগ্ন এলাকা থেকে যাত্রী তুলতে গেলে তাদেরকে বাধা দেয় স্টেশন ইউনিয়নের সদস্যরা । এরপরই তারা বাটার মোড় ই রিক্সা দাঁড় করিয়ে অবরোধ করে। প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

নিমতলা ইরিক্সা ইউনিয়নের পক্ষে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, আইএনটিটিইউসি শ্রমিক নেতা নারায়ণ ঘোষ এর নেতৃত্বেই আমাদের ১২০০ টোটোচালকের রুটিরুজি বন্ধ হতে বসেছে৷, তিনিই আমাদেরকে টোটো চালাতে দিচ্ছেননা৷ আমাদের ১২০০ টোটো চালক ই তৃণমূল দলের সঙ্গে যুক্ত অথচ শ্রমিক নেতা নারায়ণ ঘোষ এই ১২০০ শ্রমিকের রুটিরুজি কেড়ে নিচ্ছেন৷

অন্যদিকে দিকে আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রবিউল ইসলাম বলেন ওরা আইএনটিটিইউসি করে এর কোনো প্রমাণ নেই৷ ওরা তৃণমূলের দলটাকে কালিমালিপ্ত করার জন্য আজকে এই অবরোধ করেছে।ওরা আমাদের আইএনটিটিইউসি নেতা নারায় ঘোষে- এর সঙ্গে যোগাযোগ করুক , নারায়ণ বাবু যা বলবেন সেটাই মেনে নেব আমরা।

এ বিষয়ে তৃণমূল নেতা তথা বনগাঁ পুরপ্রশাসক গোপাল শেঠ বলেন শহরকে থমকে দিয়ে মানুষের সমস্যা বাড়িয়ে কোন কিছুর সমাধান হয়না, পুলিশ প্রশাসন বিষযটি গুরুত্ব দিয়ে দেখছে৷ শ্রমিক নেতা নারায়ণ ঘোষ বলেন শ্রমিকদের স্বার্থে আমরা কাজ করি তাঁদের যে কোন সমস্যা সমাধান পুলিশ প্রশাসন কে সঙ্গে নিয়ে করব।

Previous articleWest Bengal Weather News : বাংলার আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কবে হবে বৃষ্টি?
Next articleবাংলায় সাংবিধানিক সংকট এড়াতেই ভবানীপুরে ভোট করাচ্ছি, জানাল নির্বাচন কমিশন, মমতার উত্তরবঙ্গ সফর বাতিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here