‘ম্যায় হুঁ না’ শাহরুখের সিনেমার নামে নতুন ক্যাম্পেইন তৃণমূলের

0
358

দেশের সময় ওয়েবডেস্কঃ শাহরুখ খানকে পশ্চিমবঙ্গ সরকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে বেশ কয়েক বছর হয়ে গেল। কিন্তু কিং খানের জনপ্রিয় সিনেমার নামেই যে দিদির প্রচার করবে তৃণমূল তা কে জানত!

বিষ্যুদবার রাতে এমনই চমকে দেওয়া পোস্টার টুইট করল তৃণমূল। আঙুল উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সামনে জনতা। আর সেই পোস্টারের মাথার উপর লেখা ‘ম্যায় হুঁ না।’

গৌরী খান প্রযোজিত ছবি ‘ম্যায় হুঁ না’ মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। সেই ছবিতে শাহরুখ অভিনয় করেছিলেন, মেজর রাম প্রসাদ শর্মার ভূমিকায়। পাক মদতপুষ্ট সন্ত্রাবাদীদের নাশকতার ছক ভেস্তে দিয়েছিলেন মেজর রাম!

সেই নাটকীয়তাই তৃণমূল তুলে এনেছে একুশের ভোটের আগে। কেন এই পোস্টার, তা বলা বাহুল্য। তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে বলা হয়েছে, “এই সময়ে দেশের মানুষ এক অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার এই পরিস্থিতিতে আমাদের ছাত্রদের আরও বিপদের মুখে ফেলে দিয়েছে। ছাত্রছাত্রীদের একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য এই জ্বলন্ত সমস্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এগিয়ে এসেছেন। তিনি সত্যিকারের প্রত্যেকের নেত্রী!”

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে, দলের কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাস বাড়াতে বলতে শোনা গিয়েছিল, ‘হাম হ্যায় না!’ সেটারই যেন অন্য রূপ এদিন দেখা গেল পোস্টারে। অনেকের মতে, ওটা ছিল দিদির সহজাত বক্তব্য। আর এই স্লোগানের পোস্টার হয়তো টিম পিকে-র মস্তিষ্কপ্রসূত। আরও ঘষেমেজে বানানো হয়েছে। তৃণমূলের প্রচার ও কৌশল নির্ধারণের দায়িত্ব প্রশান্ত হাতে নেওয়ার পর প্রথম ক্যাম্পেইন ছিল, ‘দিদিকে বলো।’ সেই ক্যাম্পেইনের থেকে ম্যায় হুঁ না-র বার্তার বিশেষ ফারাক নেই- দিদিই মুশকিল আসান। তবে বাংলার রাজনৈতিক দলের এ হেন হিন্দি ওয়ান লাইনারে নাটকীয়তা অবশ্যই বেশি। অনেকটা সিনেমার মতই। ক্যাম্পেনের পোস্টারও সেভাবেই বানানো হয়েছে।

জয়েন্ট-নিট পরীক্ষা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রণংদেহি মেজাজ নিয়ে ময়দানে নেমেছেন মমতা। গতকাল সনিয়া গান্ধীর ডাকা বৈঠকে সাত অবিজেপি মুখ্যমন্ত্রীর ভিডিও কনফারেন্সে তিনিই ছিলেন মধ্যমণি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরীক্ষা স্থগিত না করলে সুপ্রিম কোর্টে যাবেন। প্রয়োজনে গণআন্দোলন গড়ে তুলবেন। তাঁর কথায়, এই সময়ে পরীক্ষা নেওয়া মানে ছাত্রছাত্রীদের বিপদের মুখে ঠেলে দেওয়া। অন্য মুখ্যমন্ত্রীদের সামনে এগিয়ে আসারও আবেদন জানিয়েছিলেন বুধবার।
আগামী কাল তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়াল বক্তৃতা দেবেন দিদি। তার আগের রাতেই এই পোস্টারে জয়েন্ট-নিট নিয়ে সুর বেঁধে দিল তৃণমূল।

যদিও এই পোস্টার নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। বিজেপির এক মুখপাত্র বলেন,“এই ‘ম্যায় হুঁ না’ পোস্টার হচ্ছে তোলাবাজ, লুঠেরা, সমাজবিরোধীদের জন্য। গত সাড়ে ন’বছর ধরে উনি যাদের মাথার ছাতা হয়ে সরকার চালিয়েছেন। এখন উনি এই স্লোগান দিতেই পারেন। কিন্তু একুশের ভোটে বাংলার মানুষ বাজিগরের তকমাটা বিজেপিকেই দেবে। নিশ্চিন্তে থাকুন।”

Previous articleএক দশকেই ‘বিশ্বে প্রথম’ হওয়ার লক্ষ্যে ভারতীয় রেল
Next articleআইএসএলের আশা বাড়ছে ইস্টবেঙ্গলের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here