দেশেরসময় ওয়েবডেস্কঃ:বেলেঘাটা আইডির উপর পাহাড়প্রমাণ চাপ পড়ছে। পরীক্ষা করাতে সকাল থেকে রাত পর্যন্ত থাকছে ভিড় লেগেই রয়েছে। তাই কলকাতা মেডিক্যাল কলেজকে করোনা আক্রান্তদের জন্য ঢেলে সাজার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। এদিন.মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। তারপরই স্বাস্থ্য ভবন জানিয়ে দিল, শনিবার থেকেই মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডের কাজ শুরু হয়ে যাবে। ওইদিন থেকেই শুরু হবে ভর্তি। একই সঙ্গে জানা গিয়েছে, মেডিক্যাল কলেজের পাঁচ নম্বর গেটের নাম হবে করোনা গেট।
মঙ্গলবার মেডিক্যাল কলেজে পরিদর্শনে যান স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল, সুপার ও স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা। এদিন সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা।
শুধু মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিং নয়। পাশের নিউ বয়েজ হোস্টেলের পুরোটাকে আইসোলেশন ওয়ার্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে আরও ৫০০ বেডের বন্দোবস্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। তবে প্রথম ধাপে ৩০০ বেডের আইসোলেশন ওয়ার্ড চালু হয়ে যাবে শনিবারই।
গত সপ্তাহে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বলেছিলেন, বেসরকারি হাসপাতালগুলি যেন আইসোলেশন ওয়ার্ড তৈরি রাখে। কিন্তু সংক্রমণ যে ভাবে বাড়ছে তাতে আরও সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরিতে গুরুত্ব দেয় রাজ্য।
গত কয়েকদিনে বাংলায় করোনা আক্রান্ত বেড়েছে। আজও কলকাতার দুজনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। একজন ফিরেছিলেন লন্ডন থেকে। অন্যজন মিশর থেকে। গতকাল দমদমের করোনা আক্রান্ত প্রৌঢ় মারা গিয়েছেন। তাঁর এক সহকর্মীকেও শ্বাসকষ্টের সমস্যায় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই আবার আজ কেন্দ্র.সতর্ক করে বলেছে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে। তাই পরিস্থিতির গুরুত্ব বুঝে শনিবারই শুরু হচ্ছে.মেডিক্যালের করোনা আইসোলেশন ওয়ার্ড।