মুক্তি পেতে চলেছে,বৃষ্টি তোমাকে দিলাম’

0
949

আগামী ২২শে ফেব্রুয়ারী ২০১৯ বালাজি মোশন পিকচার্স এর ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’ মুক্তি পেতে চলেছে।ছবিটির প্র যোজক ও পরি চালক শ্রী অর্ণব পাল।এটি মূলতঃ একটি সাইকোলিজক্যাল থ্রিলার।বৃষ্টির ভূমিকায় অভিনয় করছেন জয়া এহসান।অবচেতন মনে কিছু মানসিক প্রভাব বৃষ্টি কে সুন্দর ও স্বাভাবিক জীবন কাটাতে বাধা দেয়।সে পিছিয়ে পড়ে।পরিচালক খুব আশাবাদী এই ছবিটি নিয়ে কারণ ছবিটির বিষয়বস্তু খুব আকর্ষনীয়।আশা করছি ছবিটি দর্শক দের ভাল লাগবে।

Previous articleসৌদি যুবরাজ এলেন ভারতে, বৈঠক মোদীর সঙ্গে
Next article‘একুশ’ এর কবিতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here