মীনের জীবিকায় উন্নতি,ধনুর স্বাস্থ্যে সতর্কতার প্রয়োজন ,জানুন রাশিফল

0
566

মেষ – কর্মক্ষেত্রে বিভ্রান্তি। যদিও ইতিবাচক কাজে আশাতীত সফলতা। তবে বাক্যে সংযম রাখুন। 

বৃষ – অধস্তন কর্মী বা বন্ধুবান্ধবের কারণে মানসিক চাপ বাড়তে পারে। মনে অজানা ভয়ের সঞ্চার হবে। ইষ্ট দেবতার নামজপে মুশকিল আসান। 

মিথুন – আর্থিক ক্ষেত্র মজবুত হবে। দাম্পত্য জীবনেও আশাতীত উন্নতি। তবে সন্তানের কারণে দুশ্চিন্তা। 

কর্কট – পারিবারিক জীবনে সুখশান্তি থাকবে। স্বাস্থ্যের প্রতি সচেতন হোন। উচ্চ আধিকারিকদের থেকে সহযোগিতা পাবেন। 

সিংহ – ব্যর্থতাজনিত কারণে মানসিক চাপ থাকবে। তবে বুদ্ধি দিয়ে প্রতিকূল পরিস্থিতিতেও সফলতা পাবেন। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। 

কন্যা – পারিবারিক ক্ষেত্রে কোনও মহিলার আচরণ দুশ্চিন্তা বাড়াবে। আর্থিক ক্ষেত্রে মজবুত হবে। লাগাতার চলা কোনও সমস্যার সমাধান হবে। 

তুলা – সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা বাড়বে। আর্থিক ক্ষেত্র মজবুত হবে। অন্যের সাহায্য পেতে সফল হবেন। 

বৃশ্চিক – দাম্পত্য জীবন সুখের হবে। ব্যবসায় প্রতিষ্ঠা বাড়বে। ধন ও যশের বৃদ্ধি। সম্পর্ক মধুর হবে। 

ধনু – পারিবারিক দায়িত্ব পূরণ করতে পারবেন। দীর্ঘদিনের সমস্যার সমাধান। স্বাস্থ্যের প্রতি অতি অবশ্যই সচেতন হোন। 

মকর – স্বাস্থ্যের উন্নতি। জীবন সঙ্গীর সঙ্গে মানসিক টানাপোড়েন। কোন কাজ সম্পন্ন হওয়ায় আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। 

কুম্ভ – শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতায় সাফল্য। পারিবারিক জীবনে সুখশান্তি থাকবে। আর্থিক ক্ষেত্রে মজবুত হবে। 

মীন – জীবিকায় উন্নতি। পারিবারিক দায়িত্ব পূরণ করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে সফলতা। 

Previous articleএকুশের ভোটের আগে কলকাতায় অনুজের জায়গায় সৌমেন,অস্বস্তি এড়াতেই কি আগাম পদক্ষেপ নবান্নর
Next articleতাপমাত্রার পারদ চড়ছে ,রবি সকালে বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here