“মিনার্ভা-র সাথে কথা হওয়ার খবর সত্যি” আমনা-র কথাতে শুরু তীব্র জল্পনা, জানতে পড়ুন

0
1873

দেশের সময়, ওয়েব ডেস্ক:- বদলাতে চলেছে আল আমনা-র জার্সির রঙ? সূত্রের খবর, লাল হলুদ জার্সির বদলে এবার নীল জার্সিতে মাঝ মাঠ সামলাতে দেখা যেতে পারে এই সিরিয়ান মিডফিল্ডারকে। লাল হলুদ শিবিরের প্রাক্তনীদের তালিকায় ইতিমধ্যেই যুক্ত হয়েছে তার নাম। পিঠে ব্যাথা থাকার কারনে সম্ভব হয়নি আই লিগে দলের হয়ে মাঠে নামা। কিন্তু লিগ মূল লক্ষ্য হওয়ায় সময় নষ্ট করতে রাজি হয়নি ক্লাব। ফলে তার পরিবর্তে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে সই প্রক্রিয়া শেষ করেছেন টনি ডোভাল। তবুও যে লাল হলুদ শিবিরে এখনও আমনা কতটা প্রাসঙ্গিক তারই হয়তো প্রমান পাওয়া যাচ্ছে তাকে নিয়ে আলোচনার মধ্যে। বিদায় বেলায় তার চোখের জল কোন মতেই ভূলতে নারাজ দলীয় সমর্থকরা। এদিন ইস্টবেঙ্গল সিইও সঞ্জিত সেন জানান, “আল আমনা কে নো অবজেকশন দিয়ে দেওয়া হয়েছে, অতএব অন্য ক্লাবের হয়ে খেলতে ওর কোন সমস্যা নেই”। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আল আমনা বলেন, “মিনার্ভা-র সাথে যে কথাবার্তা চলছে তা সত্যি”। “কিন্তু অফিসিয়ালি এখনও কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি”। উল্লেখ্য শুধু মিনার্ভা নয় আরও কয়েকটি দলেরও আমনা কে নিয়ে উৎসাহ রয়েছে বলে খবর। কিন্তু এই সিরিয়ান মিডফিল্ডার নিজে মুখে মিনার্ভা-র কথা বলায় জল্পনা বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক। তবে কি গতবারের আই লিগ চ্যাম্পিয়ন ক্লাবের হয়েই এবার মাঝ মাঠের দায়িত্বে তিনি? উত্তরের জন্য কিন্তু অপেক্ষায় থাকতে হবে আরও কয়েকটা দিন।

Previous articleতিরিশ বছরের অবসানে নিজেদের দেশে ফলোঅন করলো ক্যাঙারুরা, ইতিহাসের দোরগোড়ায় ভারত
Next articleপ্রীতি ক্রিকেট আসর ঘিরে উন্মাদনা গোপালনগরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here