দেশের সময়, ওয়েব ডেস্ক:- কুলদীপ যাদব-এর ম্যাজিক ইনিংসে ইতিহাসের দোরগোড়ায় ভারত। তার ৯৯রান দিয়ে ৫উইকেট নেওয়ার ফলে কার্যত ধস নামে অজি ব্যাটিং লাইনআপে। ইতিহাস বলছে, দীর্ঘ ৩০বছর পর নিজেদের মাটিতে ফলোঅন করলো অস্ট্রেলিয়া। যার প্রথমটা শুরু হয়েছিল চেতেশ্বর পূজারা, ঋসভ পন্থদের হাত ধরে। এক কথায় যখন প্রথম ইনিংসে ৬২২রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করলো অধিনায়ক বিরাট কোহলি তখন থেকেই ইতিহাসের গন্ধ কিছুটা অনুভব করা শুরু করেছিল ক্রীড়া মহল। যার শেষ কাজটা সম্পুর্ন করলেন যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব-রা। উল্লেখ্য চতুর্থ দিনেও বৃষ্টির দরুন বন্ধ থাকে প্রথমার্ধের খেলা। তবে আকাশ পরিস্কার হতেই বুমরা, শামি, কুলদীপ-দের দূরন্ত দাপটে কার্যত দিশেহারা হয়ে পড়েন অজি ব্যাটসম্যানরা। ৩০০রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। পরবর্তীতে তাদের ফলোঅন করানোর সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক। দিনের শেষে চার ওভার ব্যাট করে ছয় রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ক্রীড়া মহলের মতে, অজিরা যে এই টেস্ট জিতছে না তা নিশ্চিত। আর বৃষ্টি যদি ভিলেন না হয় তবে নিঃসন্দেহে ইতিহাস গড়া থেকে আর কিছুটা দূরে বিরাট কোহলি-রা। কারন দেশ স্বাধীনতা পাওয়ার পরবর্তীতে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে সক্ষম হয়নি ভারতীয় ক্রিকেট দল। অতএব এখন শুধু সময়ের অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here