মিথুনের প্রেম-প্রণয়ে জটিলতা, সতর্ক থাকতে হবে মকরকে পড়ুন রাশিফল

0
679

মেষ/ARIES : কোনো আত্মীয়ের কলকাঠিতে পরিবারে অশান্তি বাড়বে। বন্ধুর অন্য মুখ চমকে দিতে পারে। অস্থিসমস্যার প্রকোপ বৃদ্ধি

বৃষ / TAURUS : আর্থিক ও বৈষয়িক লাভ ত্বরান্বিত হতে পারে। পিত়ৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে প্রাপ্তিযোগ। সময়োচিত সাহসে শত ৷


মিথুন GEMINI : সৃষ্টিশীল কাজে একাগ্রতার সুফল মিলতে পারে। তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ে জটিলতা চিন্তা বাড়াবে।


কর্কট CANCER : প্রতিবাদী মনোভাবের জন্য কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। বিষয়সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে সমস্যায় কাজকর্মে বাধা।


সিংহ LEO : নতুন কর্মোদ্যোগে ঈর্ষাকাতর প্রতিবেশীর বাগড়া। উত্তেজনা ও দুশ্চিন্তায় কাজকর্মে বাধা। বৃত্তিমূলক শিক্ষায় সাফল্যের সুবাদে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা।


কন্যা VIRGO : ব্যবসা ঘিরে রাজনৈতিক অশান্তি বাড়তে পারে। সন্দেহবাতিক থেকে দাম্পত্যে শীতলতা। টিউমার বা আলসার জাতীয় রোগে দুর্ভোগ।

তুলা LIBRA : স্বজনবান্ধবের সঙ্গে বিবাদে সম্পর্কহানির আশঙ্কা। কর্মক্ষেত্রে অশান্তির অবসান। নৃত্যনাটকাদি চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তির স্বীকৃতি।


বৃশ্চিক SCORPIO : জ্ঞাতিশত্রুর উৎপীড়নে বাসস্থান পরিবর্তনের চিন্তা। ব্যবসা সম্প্রসারণের শুভ দিন। অকারণ বিবাদবিতর্কে জড়িয়ে বিড়ম্বনা।


ধনু SAGITTARIUS : ছিদ্রান্বেষীদের কূটকচালিতে কর্মক্ষেত্রে অশান্তি বাড়তে পারে। দীর্ঘলালিত কোনো উচ্চাশা পূরণের সম্ভাবনা। শেয়ারে আপাতত বাড়তি লগ্নি না-করাই ভালো।


মকর CAPRICORN : অসতর্কতায় শুভ যোগ ব্যর্থ হতে দেওয়া উচিত হবে না। হারানো দ্রব্যার্থ পুনরুদ্ধারের সম্ভাবনা উজ্জ্বল।

কুম্ভ AQUARIUS : গঠনমূলক কাজের পরিকল্পনা সাফল্যের সূচনা। মিষ্টিমধুর কথায় বিরূপতা কাটিয়ে কার্যোদ্ধার। সংক্রমণ ও হজমের গণ্ডগোল ভোগাবে।


মীন PISCES : কর্মে নিজ কৌশলে সাফল্যের বিলম্বিত স্বীকৃতি। উপার্জন বাড়লেও বিভিন্ন কারণে বহু ব্যয় সঞ্চয় হ্রাস। সংক্রমণ ও স্নায়ুপীড়া ভোগাবে।
 

Previous articleমালদহে ভোটে ফজলি আম চাইলেন মমতা, আক্ষেপের সুরে বললেন অনেক উন্নয়ন করেছি, কিন্তু একটাও আসন পাইনি লোকসভা ভোটে
Next articleআজ ঠাকুরনগরে সিএএ নিয়ে অমিত শাহের স্পষ্ট বার্তা শোনার অপেক্ষায় মতুয়ারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here