দেশের সময় ওয়েবডেস্কঃ পঞ্চম দফার ভোটের দিন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে ঘিরে উত্তেজনা ছড়াল। আড়িয়াদহের বুথে মদনকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সাময়িক বচসাও বাধে মদনের। জানা যাচ্ছে, মদনের বুক পকেট সার্চ করতে যায় বাহিনী। আর এতেই বেজায় চটে যান তৃণমূল প্রার্থী।
বুথে মদনকে বলতে শোনা যায়, ‘মাই নেম ইজ মদন মিত্র। কাকে ভয় দেখাচ্ছো, মদন মিত্রকে? পকেট সার্চ করছে!’ পকেটে ঠাকুরের ছবি বের করে দেখান মদন। এ নিয়ে ওই বুথে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায়।
অন্যদিকে, ভোটের সকালে একেবারে খোশমেজাজে দেখা গেল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে । সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন মদন। হাতে পুজোর কাপড়, কপালে বজরংবলির তিলক, পরনে সাদা পাঞ্জাবি, চোখে সানগ্লাস-এমন লুকেই দেখা গেল তৃণমূলের অন্যতম হেভিওয়েট প্রার্থীকে। ‘হেভিওয়েট’ শব্দ শুনেই সংবাদমাধ্যমে মদন হেসে বললেন, ‘আমার ওয়েট ৭৫ কেজি, সেটা হেভি না, লাইট, বলতে পারব না। ৭২ হলে ভালো হত’।
I've full authority to enter a polling booth. They (Central forces) even searched my pocket in which I was carrying pictures of my goddess.This is a democratic country. I'm going to meet Chief Election Commissioner: TMC leader &candidate Madan Mitra,at booth no. 165/166 Kamarhati pic.twitter.com/T1Hqkod96e
— ANI (@ANI) April 17, 2021
দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার কথা টেনে তিনি বললেন, ‘আমি বরাবর এখানে পুজো দিই। মানসিক জোর পাই।’ এরপরই বিজেপি-কে নিশানা করে মদন বললেন, ‘রাতের বেলা ২৯ নম্বরে চারটে বোমা মারল। বোমা মারলে বলে মার। তোদের হাতে বোমের ডালা, আমাদের হাতে ঠাকুরের ডালা। বিজেপি বোমা মারতে এলে বলব, সবাই সরে দাঁড়ান, এখন বিজেপি বোম মারবে।’ মদন আরও বললেন, ‘মদন মিত্রর পকেটে মদনের ভোট রয়েছে। কোনও নেতার পকেটে ভোট নেই। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। মানুষ তৈরি এসপার নয়, ওসপার।’
গতবার নির্বাচনে হারের প্রসঙ্গে বিজেপি-কে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে মদন এদিন বলেন, ‘গতবার টিম ছিল, জার্সি ছিল। কিন্তু, ক্যাপ্টেন ছিল না। এবার ক্যাপ্টেন রয়েছে ময়দানে। বিজেপি এটা মনে রাখুক।’ অন্যদিকে, ভোটের দিন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের সুর শোনা গেল মদনের গলায়। তিনি বললেন, ‘এটা আমার জায়গা, আত্মবিশ্বাসী। তৃণমূল দুই-তৃতীয়াংশের কাছাকাছি দৌড়চ্ছে।’