মহারাষ্ট্রে সেনার অস্ত্রভান্ডারে বিস্ফোরণ, মৃত ৪,

0
843

দেশের সময় ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের ওয়ার্ধাতে পুলগাঁও সেনাঘাঁটিতে পুরনো বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটল সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে। জানাযায় এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের। তাঁরা হলেন মধ্য প্রদেশের জবলপুরের খামারিয়া অস্ত্র কারখানার এক কর্মী এবং তিনজন শ্রমিক। জখম হয়েছেন ১১ জন। নাগপুরের প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ আধিকারিক সূত্রে জানাযায়,শ্রমিকদের সঙ্গে খামারিয়া অস্ত্র কারখানার ওই কর্মী পুরনো ২৩ মিলিমিটার আর্টিলারি শেল বা সামরিক গোলা নিষ্ক্রিয় করছিলেন। আচমকা অসাবধানতাবশত তা ফেটে গিয়েই বিস্ফোরণ হয়। পুলগাঁও সেনাঘাঁটির তরফে ওই জায়গাটি বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্যই ওই অস্ত্র কারখানাকে দেওয়া হয়েছিল বলে জানাগেছে সেনাবাহিনী সূত্রে। সেনা সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটে, নাগপুর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে ওয়ার্ধা জেলার পুলগাঁও সেনা অস্ত্রভাণ্ডারে৷

Previous articleঅপরূপ কুমায়ুন  (দ্বিতীয় পর্ব)
Next articleমন্ত্রিত্ব ছাড়লেন শোভন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here