মমতার ডেরা ভবানীপুরে ‌প্রচারে সুকান্ত, পুলিশি বাধার অভিযোগ

0
483

দেশের সময় ওয়েবডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় ঢুকে প্রচার শুরু করলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং তাঁর শুরুতেই বাধার অভিযোগ তুললেন পুলিশের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে বুধবার ভবানীপুরে মমতার বুথ, ৭৩ ওয়ার্ড থেকেই প্রচার শুরু করেন সুকান্ত। প্রচারে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। পুলিশের উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘‌এরাজ্যের পুলিশের জন্য অন্য রাজ্যগুলির কাছে লজ্জায় পড়তে হয়।’‌

এদিন সকালেই ভবানীপুরে প্রচার শুরু করেন সুকান্ত। প্রচারে তিনি বলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়কে হারের স্বাদ একবার চাখতে দিয়েছি, আরেকবার দেব।’‌ পাশাপাশি বিজেপির নতুন রাজ্য সভাপতির মন্তব্য, ‘‌নরেন্দ্র মোদীর উপর ভরসা রেখে মানুষ প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ভোট দেবেন।’‌

সদ্যপ্রাক্তন বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‌দিলীপদা আমাদের স্টার ক্যাম্পেনার। শুভেন্দু অধিকারীও তাই। সবাই আসবে। আমি একজন কর্মী। আমি কাজ শুরু করেছি। একে একে সবাই আসবে।’‌

এদিন ৭৩ নম্বর ওয়ার্ডের হরিশ মুখার্জী রোড ও সুহাসিনী গাঙ্গুলি রোডের ক্রসিংয়ে মিত্র ইনস্টিটিউশন স্কুলের সামনে থেকে প্রচার শুরু করেন বিজেপির সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি। এই স্কুলেই প্রতিটি নির্বাচনে ভোট দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী৷ সেখান থেকেই প্রচার শুরু করে কার্যত ‘‌বাঘের ডেরা’‌য় গিয়েই তাঁকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নতুন রাজ্য সভাপতি৷ শুধু তাই নয়, ওই জায়গা থেকে একটি বাঁক ঘুরলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি৷ এদিন ৭৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন ৭৩ নম্বর ওয়ার্ডের হরিশ মুখার্জী রোড ও সুহাষিনী গাঙ্গুলি রোডের ক্রসিংয়ে মিত্র ইনস্টিটিউশন স্কুলের সামনে থেকে প্রচার শুরু করেন বিজেপির সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি। এই স্কুলেই প্রতিটি নির্বাচনে ভোট দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকেই প্রচার শুরু করে কার্যত মমতার পাড়ায় গিয়েই তাঁকেই চ্যালেঞ্জ ছুড়়ে দিতে চাইলেন বিজেপি নতুন রাজ্য সভাপতি৷ শুধু তাই নয়, ওই জায়গা থেকে একটি বাঁক ঘুরলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি৷ ফলে নতুন বিজেপি সভাপতির ভবানীপুরে প্রচারের স্থান নির্বাচনের মধ্যেই রাজনৈতিক বার্তা স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল৷ যদিও এদিন প্রচারের মাঝেই বাধার মুখে পড়ে যেভাবে পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সুকান্ত মজুমদার, তা নিয়ে ফের আলোড়ন পড়তে চলেছে রাজ্য রাজনীতিতে।

Previous articleবনগাঁর পটুয়া পাড়ায় এখন একটাই প্রার্থনা, ‘বৃষ্টি নয়, রোদ চাই’…
Next articleব্যাকগ্রাউন্ডে দশ হাত ‘জাগো মা’ গাইছেন মদন মিত্র, ভাইরাল ভিডিও দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here