দেশের সময় ওয়েবডেস্কঃ ১। “আমি অমিত শাহকে বলেছিলাম, এত টিম পাঠাচ্ছেন পাঠান। আপনার যদি মনে হয় আমার সরকার পারছে না, আপনি নিজে দায়িত্ব নিন না। আপনি করোনাটাকে সামলান। আমার কোনও আপত্তি নেই”। মুখ্যমন্ত্রী বলেন, “তবে হ্যাঁ, আমি তাঁকে থ্যাঙ্কস জানাচ্ছি। উনি এখানে প্রেজেন্ট নেই। তাও বলছি, উনি বলেছিলেন, না না তেমন তো কিছুই হয়নি। সরকার ভেঙে দেব কী করে?”
২। বাংলায় নতুন আবিষ্কার হয়েছে। নোনা জলেই হবে ধান ও মাছ, মুখ্যমন্ত্রী তাদের নামও রেখেছেন। নোনা স্বর্ণ ও নোনা মৎস্য।
৩। “রেলমন্ত্রক দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছে। কোনও কথা না বলে গায়ের জোরে সব করছে! আসলে ওরা আমাকে রাজনৈতিক ভাবে ডিস্টার্ব করতে গিয়ে বাংলার সর্বনাশ করে দিচ্ছে। এরপর বাংলায় হাজার হাজার করোনা আক্রান্ত হলে কেন্দ্রীয় সরকার দায় নেবে তো”?
৪। “উমফান সুপার সাইক্লোনে যাঁদের ঘর ভেঙে গেছে, তাঁদের এককালীন ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। কোথায় কত ক্ষতি হয়েছে তার মোটামুটি হিসাব পাওয়া গিয়েছে। প্রত্যক্ষ ভাবে প্রভাবিত হয়েছেন ৬ কোটি মানুষ। পরোক্ষে আরও চার কোটি মানুষের ক্ষতি হয়েছে”।
৫। “আগামী মাসের ৩ জুন পূর্ণিমা। সেদিন ভরা কোটালে আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত বাঁধগুলির আরও ক্ষতি হতে পারে। রায়মঙ্গল, মাতলা, বিদ্যাধরী, হাতানিয়া, দোয়ানিয়ায় আগামী পূর্ণিমায় বাঁধ ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। সোনাখালি, সন্দেশখালি, বাওনিয়া, হিঙ্গলগঞ্জ ইত্যাদি এলাকায় বাঁধ কোনওরকমে আটকে রয়েছে। জেলা প্রশাসন ও সেচ দফতরকে সেদিকে নজর দিতে বলছি”।