মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জেলার তেত্রিশটি আসনই উপহার দেব : জ্যোতিপ্রিয়

0
1887

দেশের সময়,হাবরা: মনোনয়নপত্র জমা দিতে এসে ফের নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের সুর শোনা গেল হাবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর গলায়।

এদিন তিনি ফের বললেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিক জিতছে, জিতবেই। আর আমার প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল সিনহাকে ১১ তম হার উপহার দিয়ে হাবড়া থেকে কলকাতায় ফেরত পাঠিয়ে দেওয়া হবে।’


বুধবার দলীয় নেতা, কর্মীদের নিয়ে বারাসতে জেলা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ফিরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘শুধু আমি একা নই, এই জেলার থেকে মোট ৩৩ টি আসনেই আমরা জিতছি। মমতা ব্যানার্জীকে এই জেলা থেকে আমরা ৩৩ টা বিধায়ক উপহার দিচ্ছি। আর গোটা রাজ্যে আমরা দুশোরও বেশী আসন পাচ্ছি। সমস্ত নিন্দুকের মুখে ঝামা ঘষে দিয়ে মমতা ব্যানার্জী রেকর্ড ভোটে জেতাটা এখন শুধু সময়ের অপেক্ষা।’

উল্লেখ্য, হাবরা বিধানসভা কেন্দ্রে জ্যোতিপ্রিয় মল্লিকের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। তিনি আগামীকাল মনোনয়নপত্র পেশ করবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। এই কেন্দ্রে জ্যোতিপ্রিয় মল্লিক এবং রাহুল সিনহার ভোটযুদ্ধে সরগরম হাবড়া এলাকা। একদিকে যেমন জ্যোতিপ্রিয় মল্লিক মাটি কামড়ে পড়ে রয়েছেন তাঁর নিজের এলাকায়। অন্যদিকে, প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই রাহুল সিনহাও হাবরাতে নির্বাচনের কারণে আপাতত পাকাপাকিভাবে রয়ে গেছেন। তাঁরা প্রতিদিনই তাঁদের নিজস্ব এলাকায়, নিজস্ব কায়দায় প্রচার শুরু করেছেন।

Previous articleশুভেন্দুর সুরক্ষায় ৩০ মহিলা আধাসেনা কেন জানুন
Next articleদশম-দ্বাদশে পরীক্ষা অপছন্দ হলে পড়ুয়াদের জন্য দ্বিতীয় সুযোগ,বড় ঘোষণা বোর্ডের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here