দেশের সময়, হাবরা: ‘নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সরকার এই রাজ্যে এত সংখ্যায় সেনা নামিয়েছে মনে হচ্ছে যেন যুদ্ধ বেধেছে। ওসব করে কিছু হবে না। এরাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন।
এ রাজ্যে মমতা ব্যানার্জীর জনপ্রিয়তা আছে। উন্নয়নকেই একমাত্র সঙ্গী করে আবারও মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হচ্ছেন।’ রবিবার সন্ধ্যায় হাবড়া বিধানসভার ফুলতলা ও কুমড়া এলাকায় দলীয় প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে নির্বাচনী সভায় এসে এই কথা বললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।
তিনি বলেন, ‘আমি যখন প্রথম বীরভূমের নির্বাচনে দাঁড়াই তখন এলাকার মানুষেরা রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল এর সমস্যার কথা বলতেন। মমতা ব্যানার্জি সেই সব সমস্যার সমাধান করে এখন ব্যক্তিগতভাবে রাজ্যের প্রতিটি মানুষের জন্য উপকার করছেন। এমন বাড়ি নেই যেখানে সেই বাড়ির কোনো না কোনো সদস্য মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের সুযোগ পাচ্ছেন না। তাই এখন সময় এসেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেই উপকারের পরিবর্তে কিছু ফেরত দেওয়া। আর সেটা সম্ভব তাঁর দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করিয়ে তাঁকে ফের মুখ্যমন্ত্রী করা।’
এদিন তিনি আরো বলেন, ‘বালুদা (জ্যোতিপ্রিয় মল্লিক) আমাদের খুব কাছের জন। আপনাদের যদি মনে হয় একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের এলাকায় তিনি যথেষ্ট কাজ করেছেন, আপনাদের উপকারে পাশে থেকেছেন, তাহলে তাঁকে অবশ্যই ভোট দিয়ে জয়ী করবেন, এই আবেদন রইল আপনাদের কাছে।’