দেশের সময় ওয়েবডেস্কঃ বিজেপিতে যোগ দিয়েই মেদিনীপুর কলেজিয়েট ময়দান থেকে বলেছিলেন, তোলাবাজ ভাইপো হঠাও। তারপর গত দুমাসে প্রায় প্রতিটি জনসভাতেই গরু, কয়লা, পাথর, বালি পাচার নিয়ে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগছেন শুভেন্দু অধিকারী।
বুধবার উত্তর কলকাতার জনসভায় নতুন অভিযোগ তুললেন এই বিজেপি নেতা।
শুভেন্দু বলেন, “সেন্ট্রাল এজেন্সি সব পাইপলাইন বন্ধ করে দিয়েছে। এখন মদের বোতল থেকে টাকা তুলছে তোলাবাজ ভাইপো। প্রতি বোতল দুটাকা, পেটিতে ৩০ টাকা।”
এদিন শুভেন্দু ছাড়াও মুকুল রায়, বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিংরা ছিলেন সভায়। তার আগে পদযাত্রায় ব্যাপক গণ্ডগোল হয় উত্তর কলকাতায়। ছোট বক্তৃতায় শুভেন্দু বলেন, যা বলেছি মিলছে তো? কয়লা মিলেছে, গরু মিলেছে, ম্যাডাম নারুলাও মিলে গেছে।”
শুভেন্দু আরও বলেন, “গত একবছর ধরে রাজ্য লটারি বন্ধ। তামিলনাড়ু থেকে মার্লিন লটারিকে ধরে নিয়ে এসেছে। প্রথমে সেটিং হচ্ছিল না। উত্তম নামের তাদের একজনকে গ্রেফতার করেছিল ভবানীপুর থানা। সেখান থেকে ডিডি ডিপার্টমেন্টকে দিয়ে দেয়। তারপর বিনয় মিশ্র আর তোলাবাজ ভাইপো মিলে সেটিং করে চালাচ্ছে। ওখান থেকে এখন অনেক টাকা উঠছে। এদের থেকে বাংলাকে বাঁচাতে হবে।”