দেশের সময় ,বরগাঁ: মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামলেন প্রায় ২০০-র বেশি চিরুনি শ্রমিক। রবিবার বনগাঁ শহরে মিছিল করার পর পথ অবরোধ করেন তৃণমূলের ট্রেড ইউনিয়নের ছাতার তলায় থাকা শ্রমিকরা।
বনগাঁ রামনগর রোড মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। যদিও এদিন দীর্ঘক্ষণ অবরোধ চলেনি। বনগাঁ সেলুলয়েড ইউনিয়নের পক্ষে সুভাষ সিংহ জানিয়েছেন, যদি দাবি মানা না হয় তাহলে তাঁরা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, প্রায় দেড় বছর ধরে তাঁদের মজুরি বাড়েনি। গত ১১ মাস ধরে বারবার দাবি জানানো হয়েছে মালিকদের কাছে। কিন্তু সে ব্যাপারে কর্ণপাতই করছেন না তাঁরা।
তা ছাড়া লকডাউনে দীর্ঘদিন কারখানা বন্ধ ছিল। ফলে অর্থনৈতিক ভাবে তীব্র সংকটের মধ্যে রয়েছে পরিবারগুলি। তাঁদের বক্তব্য, একদিকে মজুরি আগের জায়গায় রয়ে গেছে অন্যদিকে বাজারে জিনিসপত্রের দাম হুহু করে বাড়ছে। এই পরিস্থিতিতে মজুরি না বাড়লে না খেয়ে মরতে হবে।