মকর ও মীনের জীবনে আসতে পারে প্রেম, আপনার রাশিফল জানুন

0
716

মেষ – এই রাশির জাতিক জাতিকাদের বিবাহিত জীবনে এটি বিশেষ দিন হিসেবে পরিগণিত হবে। স্বাস্থ্যে বিশেষ ভাবে গুরুত্ব দিন।

বৃষ – চিন্তাভাবনা করে অর্থ খরচ করুন। যতটা সম্ভব নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। 

মিথুন – এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য আজ মোটামুটি ভালই থাকবে। সংযত জীবন যাপনের চেষ্টা করুন।

কর্কট – আজ বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে গুরুত্বপূর্ণ সামগ্রীর বিশেষ খেয়াল রাখুন। হঠাৎ পাওয়া কোনও খবর মনে আশা জাগাবে। 

সিংহ – আজ নতুন বন্ধু তৈরি হতে পারে। শরীর ভোগাতে পারে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। 

কন্যা – শিল্পীরা সৃজনশীলতার মাধ্যমে প্রশংসিত হবেন, পুরস্কারও পেতে পারেন। বাড়ির ইলেকট্রনিক কোনও সামগ্রী বিকল হতে পারে। 

তুলা – প্রেমিকার ইচ্ছা পূরণে অসমর্থ হওয়ায় সমস্যার সৃষ্টি হতে পারে। এমন কোনও দ্রব্য ক্রয় করুন যার দাম ভবিষ্যতে বাড়তে পারে। 

বৃশ্চিক – আজ ব্যবসায় প্রবল উন্নতির সম্ভাবনা। তবে পিতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর আশঙ্কা। 

ধনু – সহকর্মীদের সঙ্গে সম্পর্ক সহজ হবে। যতটা সম্ভব হতাশা এড়িয়ে চলুন। কোনও সংবাদ আনন্দ দিতে পারে। 

মকর – আজ কারও প্রেমে পড়তে পারেন। ধর্মীয় কাজে সময় ব্যয় করার সম্ভাবনা রয়েছে। 

কুম্ভ – বাজে কথা বলে সময় নষ্ট করবেন না। পরিচিত মানুষের মাধ্যমে উপার্জনের নয়া রাস্তা পেতে পারেন।

মীন – এই রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম আসতে পারে। খরচ যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখুন।

Previous articleবিধানসভা ভোটে বাংলায় প্রার্থী দেবে শিবসেনা, কিছুদিনের মধ্যেই কলকাতায় আসার ঘোষণা! তৃণমূলের পাশে দাঁড়াতেই সিদ্ধান্ত উদ্ধবের!
Next articleঝোড়ো ইনিংস খেলছে শীত, জেলায় জেলায় কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here