ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত ট্রেনের জানলা দিয়ে ছিটকে নীচে পড়ল শিশু! স্টেশন চত্বরে উত্তেজনা

0
777

দেশের সময় ওয়েবডেস্কঃ চলন্ত ট্রেনের জানলা দিয়ে ছিটকে নীচে পড়ল শিশু ! ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বিহার থেকে এনজেপির উদ্দেশে যাওয়া ট্রেনে । শিশুটি গুরুতর জখম অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন।

বিহারের রাজেন্দ্রনগর থেকে নিউ কামাখ্যাগামী ক‍্যাপিটাল স্পেশাল আপ ট্রেনটি খড়িবাড়ির স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। সেসময় ট্রেনের এমারজেন্সি জানলা থেকে গলে যায় শিশুটি। স্টেশন চত্বরে ব্যাপক শোরগোল পড়ে আয়। শিশুটিকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে উন্নত পরিষেবার জন্য তাকে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।

জানা গেছে, শিশুটি গোরুবাথান এলাকার বাসিন্দা। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরিবারের লোকজনের সঙ্গে এমারজেন্সি জানলার ধারে বসে খেলা করছিল শিশুটি। ট্রেনটি খড়িবাড়ির অধিকারী স্টেশন ছেড়ে সবে রওনা দিয়েছিল। হঠাৎ জানলার গ্রিল খুলে বাইরে পড়ে যায় সে। প্লাটফর্মে পড়লে তাকে নিয়ে হইহই পড়ে যায়। সকলে তাকে বাঁচাতে ছুটে যায়। দীর্ঘক্ষণ তার জন্য স্টেশনেই দাঁড়িয়ে ছিল ট্রেনটি।

Previous articleসুস্মিতাকে রাজ্যসভায় পাঠাচ্ছেন মমতা
Next article‘‌গুরুদ্বারে এলে মন শান্ত হয়ে যায়, মমতা, ওঁরা বললেন ‘দিদি দিল্লি যেতে হবে!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here