ভোটের গরমে টগবগ করে ফুটছে বাংলা, তার মাঝেই আগুন ঝরাচ্ছে প্রকৃতিও

0
654

দেশের সময় ওয়েবডেস্কঃ ভোটের গরমে টগবগ করে ফুটছে বাংলা। হেভিওয়েট প্রার্থীদের প্রচার, রোড শো, জনসভায় রাজনীতির উত্তাপ তুঙ্গে। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদও। ফাল্গুনের শেষেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪১ ডিগ্রি পর্যন্ত। এমনটাই আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

এখনই রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি না হলেও শুষ্ক গরমে নাজেহাল হচ্ছে বঙ্গবাসী। তাপমাত্রার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার আধিক্য। মৌসম ভবন আগেই জানিয়েছিল, এই বছর রেকর্ড গরম থাকবে সারা ভারতে। কলকাতার বর্তমান পরিস্থিতিও প্রায় সেই ইঙ্গিতই দিচ্ছে। বসন্তেই ‘অগ্নিবান’ ছুড়ছে প্রকৃতি। আপাতত গোটা মার্চ জুড়েই এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছেন হাওয়া অফিস। হাওয়া অফিস জানাচ্ছে বুধবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম থাকায় অস্বস্তি মারাত্মক হচ্ছে বলেই জানাচ্ছেন আবহাওয়বিদরা। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। আগামী পাঁচদিন পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।

সকালের দিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আকাশ মেঘলা থাকছে। ভোরের দিকে গরম খুব একটা অনুভূত না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গলদঘর্ম পরিস্থিতি তৈরি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শুষ্ক ও গরম আবহাওয়ার কারণ পূবালি হাওয়ায় বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। এর ফলে সকালের দিকে সামান্য কুয়াশা ও মনোরম আবহাওয়া বেশ কিছু জেলায়। বেলা বাড়লেই শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম টের পাওয়া যাচ্ছে। তবে উত্তরবঙ্গের কিছু জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Previous articleবরং আমাকে গুলি করো, উত্তপ্ত মায়ানমারে আর্তি সিস্টারের
Next articleআজ মমতা জমা দেবেন মনোনয়ন,তার আগেই নন্দীগ্রামে বিশাল রোড শো শুভেন্দুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here