ভারতীয় বায়ুসেনা ফ্লাইপাস্টের সময়ে হাসপাতালগুলির ওপর ফুল ছড়াবে

0
853

দেশের সময় ওয়েবডেস্ক:‌ করোনা–যুদ্ধে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লড়াই করছেন যাঁরা, অর্থাৎ চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, পুলিশ ও জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে সম্মান জানাবে ভারতীয় সেনা। শুক্রবার একথা ঘোষণা করলেন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত।

করোনা চিকিৎসায় যুক্ত হাসপাতালগুলিকে ফ্লাইপাস্টে ধন্যবাদ জানাবে ভারতীয় বায়ুসেনা। দু’টো ফ্লাইপাস্টের মধ্যে একটি ফ্লাইপাস্ট শ্রীনগর খেকে ত্রিবান্দ্রমে এবং অপর ফ্লাইপাস্ট অসমের ডিব্রুগড় থেকে গুজরাতে কচ পর্যন্ত। ফ্লাইপাস্টের সময়ে ওপর থেকে হাসপাতালগুলির ওপর ফুল ছড়ানো হবে বলেও জানিয়েছেন প্রতিরক্ষা প্রধান।

জেনারেল বিপিন রাওয়াত জানান, ‘আমরা কৃতজ্ঞতা জানাতে চাই প্রত্যেক করোনা যোদ্ধা এবং দেশের সমস্ত নাগরিককে। ৩ মে সেনাবাহিনীর তিন শাখার তরফ থেকে বিশেষ সম্মান প্রদর্শন করা হবে। দেশ একত্রে সংঘবদ্ধ হয়েছে। এই সঙ্কট থেকে বেরিয়ে আসার সংকল্প দেখিয়েছে।’‌  ছবি- টুইটার থেকে সংগৃহীত

Previous articleবাংলাদেশের করোনা পরিস্থিতি ভয়াবহ, আক্রান্তের ১১ শতাংশই ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী
Next articleশর্তসাপেক্ষে সরকারি ও বেসরকারি অফিস খোলার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here