ব্যাডমিন্টন খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়, পোস্ট করলেন ফেসবুকে, ভাইরাল হল ভিডিও

0
871

দেশের সময় ওয়েব ডেস্কঃরাজ্যে শীতের দাপট অব্যাহত,উত্তর হোক বা দক্ষিণ ,দুই বঙ্গে শীতের হাড্ডা হাড্ডি লড়াই চলছে বেশ কিছুদিন ধরে৷ আর এই তীক্ষ্ণ শীতের রাতে একটু গা গরম করতে পাড়ায় পাড়ায় ল্যাম্পের আলো জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলা এই বাংলার খুব চেনা একটি দৃশ্য। তেমনই বোলপুরে এক সন্ধ্যায় শুরু হল ব্যাডমিন্টন খেলা। হঠাৎ করেই খেলতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চাদর গায়ে কোর্টে নেমে খেলতে শুরু করেছেন তিনি। এদিনের ব্যাডমিন্টন কোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তাঁকে খুব একটা সহজ প্রতিদ্বন্দী হিসেবে দেখলে ভুল হবে। ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, স্ম্যাশ একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল প্রতিপক্ষের উপর। যেভাবে রাজনীতির ময়দানে প্রতিপক্ষের মোকাবিলা করেন, ব্যাডমিন্টন কোর্টেও ঠিক ততটাই এদিন আক্রমণাত্মক ছিলেন ব্যাডমিন্টন কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷৷তিনি নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এই খেলার ভিডিও শেয়ার করেছেন৷ আর সেই ডিডিও হয়ে উঠেছে ভাইরাল। তাঁর এই ফিটনেস দেখে চমৎকৃত হয়েছেন অসংখ্য মানুষ৷ এই ভিডিও শেয়ার করছেন অনেকেই৷

Previous articleকৃষক প্রকল্প ও ডিএ ঘোষণা ভোটের প্রচারে এগিয়ে রাখবে তৃণমূলকে
Next article“কোচের নির্দেশে মাঠের যে কোন স্হানে খেলতে প্রস্তুত” খোলামেলা টনি ডোভাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here