![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/NEW-scaled.jpg)
দেশের সময় ওযেবডেস্কঃ এবার বাণিজ্যনগরীতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, তিন দিনের সফরে আগামী ১ ডিসেম্বর মুম্বই পাড়ি দেবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, আগামী ২০ ও ২১ এপ্রিল রাজ্যে শিল্প সম্মেলন। তার আগে বিনিয়োগ টানতে মুম্বই যাচ্ছেন তিনি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/annapurna-car-bazar-new-ad-1-1024x768-1.jpg)
প্রতিবারই শিল্প সম্মেলনের আগে বণিক মহলের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগ টানতে সরকারের প্রতিনিধিদেরও বিভিন্ন জায়গায় পাঠানো হয়। আর এবার খোদ মুখ্যমন্ত্রী যাচ্ছেন মুম্বইয়ে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/2020-12X5-copy-1024x427-1-1024x491-1.jpg)
প্রসঙ্গত, গত দশ বছরে প্রচুর জনমুখী প্রকল্প করেছে তৃণমূল সরকার। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন এবার লক্ষ্য পরিকাঠামোগত উন্নয়ন, রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থান। আর তাই আগামী শিল্প সম্মেলনকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে সরকার।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/6320876814196649548_121.jpg)
তৃণমূল সূত্রের খবর, মুম্বই সফরে গেলে বিনিয়োগ সংক্রান্ত বৈঠকের পাশাপাশি এনসিপি নেতা শরদ পাওয়ার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যদিও উদ্ধব অসুস্থ। এদিকে আগামী সপ্তাহেই দিল্লি যাচ্ছেন তিনি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/maasaradaroadlines01-scaled.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/1634548855620.jpg)