বামুনগাছিতে গণধর্ষণ,ঘরে ঢুকে পাশবিক অত্যাচার, ধৃত ৩

0
996

দেশের সময় ওয়েবডেস্কঃ গণধর্ষণের অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানা এলাকার বামুনগাছিতে। অভিযোগ, ৩১ ডিসেম্বর গভীর রাতে কুলগাছিয়া এলাকার স্থানীয় চার যুবক দরজা ভেঙে ঘরে ঢুকে পাশবিক অত্যাচার চালায় ওই তরুণীর উপর।

ওই যুবতী বারাসাতের যশোর রোড লাগোয়া রিজেন্ট গার্মেন্টস টেক্সটাইল কারখানায় কর্মরত। বামুনগাছির ওই বাড়িতে ভাড়া থাকেন তিনি। গনধর্ষণে বাধা দিতে গিয়ে ধর্ষকদের হাতে বেধড়ক মার খান ওই বাড়ির মালিক। রাস্তায় লোক ডাকতেও ছোটেন। কিন্তু অত রাতে কাউকেই পাওয়া যায়নি।

পরের দিন অর্থাৎ ১ জানুয়ারি সকালে জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। নির্যাতিতার কাছে গোটা ঘটনার কথা শুনে তাঁরাই পুলিশে খবর দেন। বুধবার রাতে অভিযোগ গ্রহণ করে পুলিশ। এবং তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা হল রতন দাস ওরফে তোতা , মৃনাল বিশ্বাস ও সৌগত সরকার। তিনজনকেই বৃহস্পতিবার বারাসত আদালতে তোলা হয়েছে।

বর্ষবরণের রাতে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত বামুনগাছি এলাকার মানুষ । উল্লেখ্য বামুনগাছি এলাকায় বছর পাঁচেক আগে খুন হয়েছিলেন সৌরভ চৌধুরি। ধর্ষণে বাধা দেওয়ায় পিটিয়ে মারা হয়েছিল তাঁকে। সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও টাটকা এই এলাকার মানুষের। তারমধ্যে ফের এই ঘটনা

Previous articleভাটপাড়া পুরসভা দখল করল তৃণমূল,ভেঙে পড়ল অর্জুনের-দুর্গ
Next articleগোবরডাঙা লোকাল ট্রেনে চেপে জানলার সিটে বসে পড়ল হনুমান, বনগাঁ-শিয়ালদা লাইনে কি কাণ্ড দেখুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here