বাগদায় তৃনমূল নেতার বিরুদ্ধে অভিযোগকারিণী ছাত্রী পৌলোমী নিখোঁজ,তদন্তে নেমেছে পুলিশ

0
985

দীপ বিশ্বাস, বাগদা,দেশের সময়: ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বাগদায় গ্রেপ্তার হওয়া অঞ্চল যুব তৃনমূলের সভাপতির বিরুদ্ধে অভিযোগকারিণী ছাত্রী পৌলোমী বিশ্বাস রবিবার থেকে নিখোঁজ থাকার পর ,পৌলোমী বিশ্বাসের বাবা মনোরঞ্জন বিশ্বাস বাগদা থানা দ্বারস্থ হন৷ পৌলোমীর বাবা মনোরঞ্জন বাবু জানান রবিবার বিকেল ৪ টেনাগাদ পাড়ায় টিউশন পড়াতে গিয়ে পৌলোমী আর বাড়ি ফেরেনি৷ অনেক খোঁজাখুঁজি করেও পৌলোমী কে রবিবার গভীর রাত পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ৷ অবশেষে বাগদা থানায় নিখোঁজ ডায়েরি করেছে পৌলমীর বাবা মনোরঞ্জন বিশ্বাস।

ঘটনার সূত্রপাত উত্তর ২৪ পরগনার বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ডহর প্রথা গ্রামের পৌলোমী বিশ্বাস নামে দ্বিতীয় বর্ষের ছাত্রী বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, রনঘাট অঞ্চল তৃনমূলের সভাপতি শুভেন্দু মন্ডল তাঁকে একাধিকবার কুপ্রস্তাব দিয়েছে এবং এই যুব তৃণমূল নেতা এবং তার স্ত্রী এই তরুনীকে গতকাল মারধর করে বলেও অভিযোগ ৷ অভিযোগ পেয়ে যুব তৃণমূল নেতা শুভেন্দু মণ্ডলকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ । যুব তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই বাগদা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উঠে আসে৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷


রনঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম মন্ডল দাবি করেন শুভেন্দু মন্ডল পঞ্চায়েত সমিতি সভাপতি গোপা রায়ের অনুগামী ৷ শুভেন্দুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ তুলে নেওয়ার জন্য ওই যুবতীকে ফোন করেছিলেন গোপা রায় ৷ এবং শুভেন্দুকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবার জন্য চেষ্টা করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।
এই সমস্ত অভিযোগ ভুল বার্তা বলে দাবি করেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী গোপা রায় ।
বাগদা পূর্ব চক্র তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ সাহা জানান গতকাল যুবতী আমাদের কাছে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন৷ এখনআইন আইনের পথে চলবে ।

এরপর সমস্ত বিষয় জানাজানি হতেই বিশ্বাস পরিবারে রাজনৈতিক চাপ আসতে শুরু করে বলে ছাত্রীর পরিবারের দাবী৷ তার উপরে রবিবার অভিযোগকারিণী ছাত্রী পৌলোমী বিশ্বাস তাঁদেরই পাড়ায় রবিবার বিকেল ৪ টেনাগাদ পাড়ায় টিউশন পড়াতে গিয়ে পৌলোমী আর বাড়ি ফেরেনি৷ অনেক খোঁজাখুঁজি করেও পৌলোমী কে রবিবার গভীর রাত পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ৷ অবশেষে বাগদা থানায় নিখোঁজ ডায়েরি করেছে পৌলমীর বাবা মনোরঞ্জন বিশ্বাস।

সোমবার সকালে পৌলমীর বাবা মনোরঞ্জন বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাগদা থানার পুলিশ পৌলমীকে খুঁজে পেয়েছে,যদিও নিখোঁজ ছাত্রীর কোন খোঁজ পাওয়া গেল কিনা সে বিষয়ে পুলিশ সূত্রে এর কোন মন্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি, তবে বিশেষ সূত্রে জানা যাচ্ছে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে৷

Previous articleএক গুচ্ছ নতুন প্রকল্প ঘোষণা করল বনগাঁ পৌরসভা
Next articleরাশিফল: আজকের দিন কোন রাশির জন্য কেমন জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here