দেশের সময় ওয়েবডেস্কঃ বনগাঁর পর এবার উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভার তৃণমূল প্রার্থী ধীমান রায়ের বিরুদ্ধে পথে নামলেন তৃণমূলেরই বিক্ষুব্ধ গোষ্ঠী। অশোকনগরের প্রার্থী হিসেবে তাঁরা ধীমানকে মানেন না। অবিলম্বে ধীমানের নাম বাদ দিয়ে সেখানে অন্য কাউকে প্রার্থী করার দাবিতে শনিবার অশোকনগরে আগুন জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিক্ষুব্ধরা।
তাঁদের অভিযোগ, ‘ধীমান রায় শুধু অশোকনগর–কল্যানগড় পুরসভা এলাকার জন্যই গত ১০ বছর ধরে ভেবে আসছেন। এতো বড় আমপান ঝড় গেল। গ্রামের মানুষ কত ক্ষতিগ্রস্থ হল। সেদিকে তিনি একবারও তাকান নি। এলাকায় যানও নি। তাই এমন জনপ্রতিনিধি আমাদের চাই না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে চলি। তাঁকে ভালোবেসে দল করি। তাই ধীমান রায়কে বাদ দিয়ে অন্য যেকাউকে প্রার্থী করলেই আমরা তা মেনে নেব। প্রচারে নামবো।’
যদিও এই ব্যাপাটিকে আমল দিতে চাইছেন না ধীমান।অশোকনগর কেন্দ্রের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা হতেই শনিবার সকাল থেকে ভোটের প্রচারে নেমে পরেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ধীমান রায়। এদিন সকালে অশোকনগর পুরসভা এবং লাগোয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার শুরু করেন তিনি। কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি, রাস্তার পাশের দোকান, পথ চলতি মানুষের সঙ্গে কথা বলেন। ভোট প্রচারে তিনিও হাতিয়ার করেছেন তৃণমূল সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পকে। এব্যাপারে ধীমান রায় বলেন, সারা বছর মানুষের পাশে থাকি। এলাকার উন্নয়নে সামিল হয়েছি। স্বাভাবিকভাবেই মানুষ আমার সঙ্গে আছেন। তাই আমার নিশ্চিত জয় হবে।