বনগাঁর তৃণমূল নেত্রীকে হুমকি,ভরা সভায় বিজেপি বিধায়কের নিদান তৃণমূল নেতা গুন্ডাগিরি করলে হাত-পা ভেঙে দিন

0
817

দেশের সময় ওয়েবডেস্কঃ বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতিকে হুমকি দিয়ে বিতর্কে বিজেপির উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার। জ্বালানির ভ্যাট কমানোর দাবিতে শুক্রবার গোপালনগর থানার ন’হাটা বাজারে বিজেপি প্রতিবাদ মিছিল করে। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি আলোরানি সরকারকে হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার বিকেলে স্বপন মজুমদার গোপালনগরের নহাটা বাজারে দলীয় কর্মসূচিতে এসেছিলেন। সেখানেই তিনি বলেন, ‘‘মাইকে বলে যাচ্ছি, কোনও তৃণমূলের নেতা যদি গুন্ডাগিরি, দাদাগিরি করতে চায়, তা হলে তাদের হাত-পা গুঁড়িয়ে দিয়ে আমার কাছে আসবে। কেস হলে আমি ছাড়াব।’’ বিজেপির কর্মী-সমর্থকদের এমনই পরামর্শ দিলেন দলের বিধায়ক৷

তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানি সরকারকে এদিন ব্যক্তিগত আক্রমণ করে স্বপন মজুমদার বলেন, ‘‘তৃণমূল, বিজেপি ও সাধারণ মানুষের মধ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছেন উনি। আমি সাবধান করে দিচ্ছি, আমাদের কোনও কার্যকর্তার গায়ে যদি হাত পড়ে, যদি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হয়, তা হলে তুমি (আলোরানি) আস্ত শরীর নিয়ে নিজের এলাকায় ফিরতে পারবে না।’’

এদিনের সভা থেকে আলোরানি দেবীকে ব্যক্তিগত আক্রমণও করেন বিধায়ক। বলেন, “তোমার স্বামী তোমাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ভারতবর্ষে আসার পর যেখানে ছিলে সেখান থেকে লাথি খেয়ে বনগাঁ এসে সন্ত্রাস তৈরির চেষ্টা করে যাচ্ছো।”


এরপর আলোরানি সাংবাদিকদের বলেন, ‘‘উনি একজন পাচারকারী। পাচার করতে গিয়ে অসমে ধরা পড়ে জেল খেটেছেন। জামিনে মুক্ত আছেন। ভোটে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নকল অষ্টম শ্রেণির শংসাপত্র দাখিল করে। এ নিয়ে আদালতে মামলাও করেছি। এমন একজন মানুষের মুখ থেকে এর বেশি কিছু আশা করা যায় না।’’

Previous articleDaily Horoscope:চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন
Next articleশীতেরপথ অবরোধ করে ফের বৃষ্টি ঢুকল বঙ্গে! আবহাওয়ার পূর্বাভাস জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here