রতন সিনহা, বনগাঁ: চিনা মাঞ্জা দেওয়া সুতোয় জখম হলেন এক ব্যক্তি। বিশ্বকর্মা পুজোর দিন দুপুরে এই ঘটনা ঘটেছে বনগাঁর মতিগঞ্জ এলাকায়। জখম ব্যক্তির নাম অরুন কুমার সিংহ। তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়, প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়, বাড়ি ফিরে ফের গলা থেকে রক্ত বেড়তে শুরু করলে,পরিবারের লোকজন ফের তাঁকে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গিয়ে ভর্তি করেন বলে জানা গিয়েছে। যদিও বনগাঁ হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে কোন সমস্যা ছিলনা বলেই সিংহ পরিবারের বক্তব্য। তাঁদের কথায় বনগাঁয় সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসার কথা মাথায় রেখেই জখম বেক্তিকে নিয়ে কলকাতায় ছুটেছেন৷
চিনা মাঞ্জার বিপদ নিয়ে ইতিমধ্যেই সোরগোল শুরু হয়েছে। প্রশাসনকে এ ব্যাপারে নজরদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে। অথচ তারপরেও চোরাগোপ্তাভাবে এর বিক্রি, ব্যবহার চলছে। আর তার কুপ্রভাবের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এদিনের ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ। জানা গেছে, এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ মতিগঞ্জে নিজের দোকানে বিশ্বকর্মা পূজার অনুষ্ঠান সেরে মেয়েকে নিয়ে মোটর বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অরুণ বাবু। পথে চীনা মাঞ্জা দেওয়া সুতো পরেছিল। সেই সুতো তার গলায় পেঁচিয়ে গেলে, তার গলা কেটে যায়। বাইক থেকে পরে যান তিনি। স্থানীয়রা তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য বনগাঁ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় ফের একবার প্রশাসনের গাফিলতি প্রকাশ্যে চলে এলো। চিনা মাঞ্জা দেওয়া সুতোর ব্যবহার বন্ধ করতে প্রশাসনকে আরও সতর্ক হবার আর্জী জানাচ্ছেন সাধারণ মানুষ।