বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ২০২০-২১ সালের বাজেট পেশ হল রবিবার

0
596

দেশের সময় : বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ২০২০-২১ সালের বাজেট পেশ এবং সাম্প্রতিককালের উন্নয়নমূলক কাজের খতিয়ান করা হল। রবিবার হরিদাসপুর খেলার মাঠে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন..

তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ এক বিবৃতিতে জানান,

এ বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পঞ্চায়েতের ১৮ টি গ্রাম সংসদ এলাকায় ১৮টি উন্নয়নমূলক প্রকল্পের কাজ করা হয়েছে। এরমধ্যে পাকা রাস্তা নির্মাণ থেকে শুরু করে জলের ব্যবস্থা সহ একাধিক প্রকল্প রয়েছে। এই প্রকল্পের কাজ কিভাবে এবং কত দূর হয়েছে, তা এলাকার মানুষকে জানানোর জন্য প্রকাশ্য সভা ডাকা হয়েছিল।

সেখানেই গ্রামের মানুষদের সমস্ত কিছু জানানো হয়। এছাড়া নতুন অর্থবর্ষের বাজেট পেশ করা হয়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের পঞ্চায়েত, গ্রামের মানুষের স্বার্থে নানান উন্নয়নমূলক কাজ করে চলেছে। এই কাজে সব পক্ষেরই সহযোগিতা পাওয়া যাচ্ছে। ছবিগুলি তুলেছেন-সুখেন্দু নন্দী।

Previous articleএত সস্তা সোনা!সম্প্রতি হয়নি,৪ দিনে দর কমে গেল ৭৪০ টাকা
Next articleমধ্যরাতে লোকসভায় পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল,পক্ষে ভোট ৩১১, বিপক্ষে ৮০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here