“বনগাঁ পুরসভা পুনর্দখল তৃণমূলের, ফিরল ৪ বিদ্রোহী কাউন্সিলর

0
2247

দেখুন ভিডিও:

বিজেপি ছেড়ে তৃণমূলে ‘‌ঘরওয়াপসি’ ৪ কাউন্সিলরের, বনগাঁ পুরসভা পুনর্দখল তৃণমূলের: দেশের সময়:


লোকসভা নির্বাচনের পর ঘটা করে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন বনগাঁ পুরসভার বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর। কিন্তু বেশিদিন কাটল না। কাঁচরাপাড়া, নৈহাটির পর এবার বনগাঁ পুরসভার ৪ কাউন্সিলরেরও ‘‌ঘরওয়াপসি’‌ হল। বিজেপি থেকে পুরনো দল তৃণমূলেই ফিরে এলেন ওই পুরসভার ১৬, ২, ৬ এবং ৭ নং ওয়ার্ডের কাউন্সিলররা।

পুর ও নগরন্নোয়ন মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন ওই চারজন। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে ফিরহাদ বলেন, ‘ভয় দেখিয়ে, অত্যাচার করে আমাদের কাউন্সিলর ভাইদের ওরা নিজেদের দলে নিয়ে গিয়েছিল।

আমরা দাঁড়িয়ে দেখছিলাম আর হাসছিলাম এভাবে কতদিন ওদের দূরে সরিয়ে রাখবে। কারণ আমরা জানি ওদের হৃদয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে।’‌ এর সঙ্গেই তিনি আরও যোগ করেন, ‘‌‌মীরজাফরদের কখনই বরদাস্ত করা হবে না। কিন্তু দলের ছেড়ে যাওয়া সৈনিকদের ফেরত নেব আমরা।’‌

চারজন কাউন্সিলর ফিরে আসায় বনগাঁ পুরসভা ফের দখলে চলে এল তৃণমূলের। কারণ মোট ২২ জন কাউন্সিলরের মধ্যে এখন ১৪ জন কাউন্সিলরই তৃণমূল।

Previous articleশান্তিনিকেতনে উদযাপিত হল বাইশে শ্রাবণ ও বৃক্ষরোপণ উৎসব
Next articleমোদীর ঘোষণায় নতুন ভূস্বর্গ গঠনের ডাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here