বনগাঁ থেকে উদ্ধার ৯৮৫টি বিরল প্রজাতির কচ্ছপ, গ্রেফতার ২

0
931

দেশের সময় ওয়েবডেস্কঃ বনগাঁ ও গাইঘাটার ঠাকুর নগর এলাকা থেকে ৯৮৫টি জীবন্ত কচ্ছপ উদ্ধার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট। উদ্ধার হওয়া কচ্ছপগুলি সফ্ট শেল টার্টল প্রজাতির। কচ্ছপ চোরাচালন ও বাজারে বিক্রির অভিযোগ দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, রবিবার বনগাঁর বিভিন্ন এলাকা থেকে বনদফতর, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট যৌথ অভিযান চালিয়ে ৯৮৫টি জীবন্ত কচ্ছপ উদ্ধার করা হয়। কচ্ছপগুলি সফ্ট শেল টার্টল প্রজাতির

কচ্ছপ বিক্রি ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে পুলিশ সঞ্জয় বিশ্বাস ও অজয় বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের বাড়ি ঠাকুরনগর এলাকায়। ধৃতদের রবিবার বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Previous articleYour Shot🔘Osprey with fish
Next articleসরস্বতী পুজোয় অভিনব উদ্যোগ বনগাঁ বটতলা যুব গোষ্ঠীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here