প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান

0
1061

দেশের সময় ওয়েবডেস্কঃ বলিউডের নামকরা সঙ্গীত পরিচালক জুটি সাজিদ- ওয়াজিদ ভেঙে গেল। প্রয়াত হলেন ওয়াজিদ খান। মাত্র ৪২ বছর বয়সে মৃত্যু হল তাঁর। সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় ওয়াজিদ খানের। জানা গিয়েছে, কিডনির সংক্রমণে মৃত্যু হয়েছে এই গায়ক তথা সঙ্গীত পরিচালকের।

ওয়াজিদের মৃত্যুর খবর জানিয়েছেন আর এক সঙ্গীত পরিচালক সেলিম মারচেন্ট। বেশ কয়েক দিন ধরে চেম্বুরের সুরানা হাসপাতালে ভর্তি ছিলেন ওয়াজিদ। সম্প্রতি অবস্থা খারাপ হয় তাঁর। সংবাদসংস্থা পিটিআইকে সেলিম জানিয়েছেন, “কয়েক মাস আগে ওয়াজিদের কিডনি ট্রান্সপ্লান্ট হয়। কিন্তু সম্প্রতি আবার কিডনিতে সংক্রমণ হয় তাঁর। চারদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। রবিবার থেকেই অবস্থা খারাপ হয়। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়াজিদ।”

১৯৯৮ সালে সলমন খানের ‘প্যার কিয়া তো ডরনা কিয়া’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন সাজিদ-ওয়াজিদ জুটি। তারপর একের পর এক হিট। তবে তাঁদের বেশিরভাগ হিট এসেছে সলমনের সঙ্গে। বলিউডের ভাইজানের সঙ্গে তাঁদের জুটি ছিল দারুণ। সলমনের বেশিরভাগ ব্লকবাস্টার ছবির মিউজিক দিয়েছেন এই দুই ভাই। তার মধ্যে রয়েছে গর্ব, তেরে নাম, তুমকো না ভুল পায়েঙ্গে, পার্টনার, দবং ১, দবং ২, দবং ৩, ওয়ান্টেড, এক থা টাইগার প্রভৃতি।

সঙ্গীত পরিচালক হওয়ার সঙ্গে সঙ্গে গায়কও ছিলেন ওয়াজিদ। সলমনের ‘মেরা হি জলওয়া’, ‘ফেবিকল সে’ প্রভৃতি গানে গলাও মিলিয়েছেন তিনি। সম্প্রতি ইউটিউবে সলমনের করোনা সংক্রমণ নিয়ে গান ‘ভাই ভাই’-এর সুর তৈরি করেছেন এই জুটিই। এই গানই তাঁর শেষ কাজ হয়ে থাকল।

এছাড়া সারেগামাপা ২০১২ ও সারেগামাপা সিঙ্গিং সুপারস্টার এই দুটি রিয়্যালিটি শোয়ে মেন্টরের ভূমিকাতেও দেখা গিয়েছে সাজিদ- ওয়াজিদকে। আইপিএল ৪-এর থিম সং গেয়েছিলেন ওয়াজিদ।

এই সঙ্গীত পরিচালকের মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, পরিনীতি চোপড়া, অভিনেতা বরুণ ধাওয়ান, গায়ক ও সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি, শঙ্কর মহাদেবন, জাভেদ আলি প্রমুখ।

Previous articleবাংলাদেশের অত্যন্ত সাধারণ ওষুধটি কি সত্যিই করোনা সারাচ্ছে! পরীক্ষা শুরু করছে আইসিএমআর
Next articleরাজ্যের কোভিড টেস্টের বকেয়া রিপোর্ট সংখ্যাটা কি ৪০ হাজারের বেশি? প্রশ্ন তুললেন জগদীপ ধনকড়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here