প্রোফাইলে ইমরান খানের ছবি, টুইটে ভারত বিরোধী মন্তব্য,হ্যাক করা হলো অমিতাভের টুইটার অ্যাকাউন্ট!

0
864

দেশের সময় ওয়েব ডেস্কঃ হ্যাক করা হলো বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট। হ্যাকাররা প্রোফাইল পিকচারে অমিতাভের জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি লাগিয়ে দেয়। অমিতাভের পরিচয়ে লেখা হয়, “অভিনেতা….অন্তত কেউ তো তেমনই বলে। পাকিস্তানকে ভালোবাসি।” এ ছাড়া ভারত বিরোধী স্লোগানও লেখা হয় সেখানে। অবশেষে নিজের টুইটার অ্যাকাউন্টটি মুছে ফেলতে বাধ্য হন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

জানা গিয়েছে, সোমবার তুরস্কের কিছু হ্যাকার এই কাজটা করে। অমিতাভের টুইটারে ভারত বিরোধী মন্তব্যও লেখা হয়। একটা টুইটে লেখা হয়, “ভারত এই রমজান মাসে মুসলিমদের উপর অত্যাচার করছে। মহম্মদের বিরুদ্ধে অত্যাচার করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে সবার সমর্থন চাইছি।”

সবথেকে উপরে থাকা টুইটে আবার আইসল্যান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এই টুইটে লেখা হয়, “এটা গোটা দুনিয়ার কাছে একটা গুরুত্বপূর্ণ আবেদন। তুরস্কের ফুটবলারদের প্রতি আইসল্যান্ডের মানুষের ব্যবহারের আমরা তীব্র নিন্দা করছি। আমরা মোলায়েমভাবে কথা বলি। কিন্তু আমাদের কাছে একটা বড় ছড়ি রয়েছে। এর মাধ্যমেই আমরা এখানে ( পড়ুন ভারতে ) হওয়া সাইবার হানার খবর জানাচ্ছি। তুরস্কের সাইবার সেনা।”

টুইটারে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দুটো ছবিও আপলোড করে হ্যাকাররা। সেখানে লেখা হয়, ‘ইমরাক খানকে ভালোবাসি।’ এ ছাড়াও পাকিস্তান ও তুরস্কের পতাকার ইমোজিও দেওয়া হয় সেখানে। তবে খবর পেওয়ার পরেই ব্যবস্থা নেন অমিতাভ বচ্চন। তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টটি মুছে ফেলেন। সংবাদমাধ্যমের মাধ্যমে সবার কাছে সেই খবরও পৌঁছে দেন।

তবে এটাই প্রথম নয়, এর আগে বলিউডের আরেক অভিনেতা শাহিদ কাপুরের টুইটার অ্যাকাউন্টও হ্যাক করা হয়। শাহিদ ও মীরার দ্বিতীয় সন্তান জন্মের সময় এই টুইটার হ্যাক করে সেখানে লেখা হয় তুরস্কের সুলতান আলাউদ্দিন খিলজি বর্বর ছিলেন না। তাঁর আগেই পদ্মাবত ছবিতে অভিনয় করেছিলেন শাহিদ। তাই জন্যই হয়তো তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে এই কথা লেখা হয়েছিল।

কিন্তু বারবার এই ধরণের ঘটনায় দেশের সুরক্ষার উপর প্রশ্ন উঠে যাচ্ছে। এত সহজে এত বিখ্যাত মানুষদের টুইটার হ্যাক করতে পারলে তার মাধ্যমে বড় ধরণের গন্ডগোলের ঘটনা ও দুর্ঘটনা ঘটানো যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন সবাই।

Previous articleআমাদের কোন কথাই শুনছে না পুলিশ! মুখ্যমন্ত্রীর সামনেই ক্ষোভ উগ্রেদিলেন মন্ত্রীরা
Next articleবনগাঁ,বাগদা ও গাইঘাটায় দুর্ঘটনায় মৃত ৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here