প্রার্থী তালিকা নিয়ে বিজেপির অন্দরে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে : জ্যোতিপ্রিয়

0
1210

দেশের সময়, হাবরা: বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হলেই তাদের ঘরোয়া কোন্দল প্রকাশ্যে চলে আসবে। বেশ কিছুদিন আগেই সংবাদমাধ্যমের কাছে এই আশংকা প্রকাশ করেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এখন সেটাই প্রমাণিত হচ্ছে বলে শুক্রবার দাবি করলেন তিনি।

এদিন বিকাল থেকে হাবরা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে জ্যোতিপ্রিয়।
তিনি এদিন সাংবাদিকদের বলেন, ‘আমি মাস তিনেক আগে থেকে বলে আসছিলাম, বাংলায় বিজেপি যেদিন প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেদিন বিজেপিতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছে কিনা আপনারাই দেখতে পাচ্ছেন।

বিজেপিতে কেউ প্রার্থী হতে চাইছেন না। যার জন্য কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপির এম পিদের কেও প্রার্থী করা হয়েছে। বিজেপিতে সম্প্রতি দুইজন প্রার্থী যাকে করেছে তারাও রাজী না।’


তিনি এদিন আরও বলেন, ‘এই রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষে এবং এলাকার শান্তি শৃঙ্খলা নিয়ে বাঁচতেই আমাদের সঙ্গে আছেন। আমরা যে হ্যাটট্রিক করে ২২০ এর বেশী সিট নিয়ে ক্ষমতায় আসছি, এটা বিজেপি নেতৃত্ব ভালো করে জানে। তাই আমাদের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে হারায় ভয়তে বিজেপি থেকে কেউ প্রার্থী হতে চাইছেন না।’


অশোকনগর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদল প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘আমাদের দলের প্রার্থী বদল হলেও তা সর্বস্তরের নেতাকর্মী মেনে নেন। কিন্তু বিজেপির ক্ষেত্রে তা উল্টো। প্রার্থী নিয়ে ক্ষোভের কারণে শিলিগুড়ি, মালদা, বর্ধমান, জগদ্দল সহ রাজ্যের ২৫ টি জায়গায় আগুন জ্বলছে। এখনও ২১ টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। আগে বিজেপি নিজেদের এই আগুন নেভাক। তারপর অন্য দলের সমালোচনা করবে।’

Previous articleগদ্দার-মীরজাফররা এখন প্রার্থী, বিজেপি-র পুরনো লোকেরা ঘরে বসে কাঁদছে: এগরায় মমতা
Next articleবাড়ছে কোভিড গ্রাফ , রাজ্যে নতুন সংক্রমণ প্রায় সাড়ে তিনশো, সতর্ক পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here