প্রয়াত বিনোদন জগতের চিত্রসাংবাদিক সুপ্রিয় নাগ

0
265

সঙ্গীতা চৌধুরী কলকাতা : প্রয়াত  চিত্র সাংবাদিক সুপ্রিয় নাগ।

চিত্র সাংবাদিক স্বপন কুমার রুদ্র দেশের সময় কে জানান , অন্যান্য দিনের মতো সোমবারও সুপ্রিয় বাবু  পেশাগত কাজে বেরিয়েছিলেন। ছবিও তোলেন। সোমবার দুপুরে আচমকা অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক।বয়স হয়েছিল ৬৬ বছর।

সোমবার দুপুরে সঙ্গী কয়েকজন চিত্রসাংবাদিক তাঁকে তাঁর শোভাবাজারের বেনেটোলার বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ওঠার সময় আচমকাই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে যান।  দ্রুত চিকিৎসক ডাকেন। চিকিৎসক এসে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। স্ত্রী, এক ছেলে ও পুত্রবধূ রয়েছেন প্রয়াত সুপ্রিয়র।

সুপ্রিয় নাগের জন্ম, ২ জুন, ১৯৫৮। খাস কলকাতায় বেড়ে ওঠা, পড়াশোনা করেছেন স্কটিশ চার্চ কলেজে। ক্যামেরা, লেন্স-এর জীবন। ক্যামেরা আঁকড়ে ধরেই হেঁটেছেন কলকাতার অলি-গলি। মুহূর্তে বন্দি করেছেন মুহূর্তকে।

চিত্র শিল্পী হিসেবে বিশেষ সুখ্যাতি ছিল বিনোদন জগতের দুনিয়ায়। টলিউড-বলিউডের বহু শিল্পীদের ছবি ফ্রেম বন্দি হয়েছে তাঁর লেন্সে। তাঁর তোলা বিভিন্ন অভিনেতা–অভিনেত্রীর পোর্ট্রেট দারুণ জনপ্রিয় হয়। দিনের পর দিন, খবরের কাগজে বেরিয়েছে সেসব।

বেশ কয়েক বছর তিনি চাকরি করেছেন সি কে বিড়লা গ্রুপের বিড়লা টেকনিক্যাল সার্ভিসেসে। তাঁর তোলা ছবি যে শুধু প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের তা নয়, ঝুলিতে এসেছে পুরস্কারও। বহুবার তাঁর তোলা ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। দু’বার বিএফজেএ অ্যাওয়ার্ড পেয়েছেন। চলচ্চিত্র ও সংস্কৃতি–জগতের সঙ্গে তাঁর যোগ ছিল নিবিড়। মিষ্টভাষী, সদালাপী সুপ্রিয়র টালিগঞ্জের স্টুডিওপাড়ার শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। সম্প্রতি স্কটিশ চার্চ কলেজে তাঁর একটি চিত্রপ্রদর্শনী সাড়া ফেলেছিল। সুপ্রিয় নাগের প্রয়াণে শোকার্ত সাংবাদিক, চিত্রসাংবাদিক মহল। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে প্রেস ক্লাব, কলকাতা। 

দেখুন সুপ্রিয় নাগ – এর শেষ চিত্র প্রদর্শনীর ভিডিও

Previous articleMithun Chakraborty: ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন’,প্রবীণ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুনকে খুনের হুমকি দিল লরেন্সের ‘বন্ধু’ পাকিস্তানি গ্যাংস্টার!
Next articleManoj Mitra পড়ে রইল বাগান, বিদায় নিলেন ‘বাঞ্ছারাম’!প্রয়াত মনোজ মিত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here