প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল ,এক নজরে দেখে নিন রাজ্য থেকে প্রথম দশের তালিকায় রয়েছেন যারা

0
440

দেশের সময় ওযেবডেস্কঃ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হল। শুক্রবার বেলা আড়াইটে নাগাদ ফল ঘোষণা করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। পাশের হার ৯৯.৫ শতাংশ।

জুন মাসে পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের জন্য পিছিয়ে গিয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। গত ১৭ জুলাই পরীক্ষা নেওয়া হয়। এ বছরই প্রথম অফলাইন পরীক্ষা হয়। ২০ দিনের মধ্যেই রেজাল্ট বের করে বোর্ড। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল ৯২,৬৯৫ জন। তার মধ্যে ৭১ শতাংশ অর্থাৎ ৬৫,১৭০ জন পরীক্ষা দিয়েছিল। পাশের হারও মন্দ নয়, ৯৯.৫%।

এক নজরে দেখে নিন রাজ্য থেকে প্রথম দশের তালিকা রয়েছেন যারা–


প্রথম হয়েছেন রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে

দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌম্যজিৎ দত্ত
তৃতীয় স্থানে রয়েছেন নদিয়ার শান্তিপুর মিউনিসিপাল হাইস্কুলের ব্রতীন মণ্ডল

চতুর্থ হয়েছেন হাওড়ার এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠের অঙ্কিত মণ্ডল
পঞ্চম নারায়ণ ই-টেকনো স্কুলের গৌরব দাস
ষষ্ঠ হয়েছেন দিল্লি পাবলিক স্কুলের (কালিকাপুর) আয়ুষ গুপ্ত
সপ্তম হয়েছেন কলকাতার আর্মি পাবলিক স্কুলের ঋতম দাসগুপ্ত

অষ্টম নরেন্দ্রপুর বি ডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তার্শ্ব ভট্টাচার্য।
নবম হয়েছেন সেন্ট স্টিফেন্স স্কুলের ঋষভ কেজরিওয়াল
দশম হয়েছেন বালিগঞ্জ গভর্মেন্ট হাইস্কুলের সৌহার্দ্য দত্ত।


বেলা সাড়ে ৩টের পর থেকে বোর্ডের ওয়েবসাইট থেকে র‍্যাঙ্ক কার্ড জানা যাবে। রেজাল্ট জানতে হলে লগইন করুন বোর্ডের ওয়েবসাইটে–https://wbjeeb.nic.in/

বোর্ডের তরফে জানানো হয়েছে, ১৩ অগস্ট থেকে শুরু হবে কাউন্সেলিং।তিন পর্যায়ে কাউন্সেলিং হবে। শেষ হবে ১১ সেপ্টেম্বর। এদিন দুপুরে ফল ঘোষণার আগে বোর্ডের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা কোন ইনস্টিটিউটে ভর্তি হবেন তার জন্য আগে থেকে হোমওয়ার্ক করে রাখুন। কাউন্সেলিংয়ের সময় নিজের পছন্দের কলেজ বাছতে সুবিধা হবে। কাউন্সেলিং তিন রাউন্ডে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। দ্বিতীয় রাউন্ডে আপগ্রেশন হবে। তারপর ভর্তির প্রক্রিয়া শুরু হবে।

Previous articleপ্রায় ১০ বছরের প্রেম,কিন্তু বিয়েতে নারাজ ছিল প্রেমিক, ধর্ষণের অভিযোগ দায়ের করল প্রেমিকা,অবশেষে বনগাঁ আদাল চত্বরে বিয়ের আসর বসল শুক্রবার
Next articleHiroshima Day 2021: হিরোশিমা দিবস, ফিরে দেখা এই দিনের ইতিহাস ও গুরুত্ব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here