![](https://deshersamay.com/wp-content/uploads/2020/11/NSJ-AD005-1024x512.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ কালীপুজো শেষ হতেই হাজির জগদ্ধাত্রী ৷ করোনা এবার পুজোর জৌলুষে থাবা বসিয়েছে ৷ কোভিড বিধি মেনেই পুজোর আয়োজন ৷ পোস্তার ব্যবসায়ী সমিতির পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2020/11/2020-11-18-23.02.37-1024x1022.jpg)
পোস্তা বাজারের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে ফের হিন্দিভাষী সমর্থনের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পোস্তা বাজারের ব্যবসায়ী দের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি। তাদের সমস্ত সমস্যা সমাধানের জন্য তাদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
![](https://deshersamay.com/wp-content/uploads/2020/11/2020-11-18-23.02.01-733x1024.jpg)
জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে বুধবার তিনি বলেন, ‘‘এখানে একটি জমি নিয়ে আপনাদের সমস্যা আছে। ভোটের আগে বাইরের কেউ কেউ ভয় দেখাচ্ছে। ভয় পাবেন না! রাজ্য সরকার আইনি পথেই আপনাদের পাশে থাকবে।’’ এই সমস্যার পিছনে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ আছে বলেও মন্তব্য করেছেন তিনি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2020/11/niva-1024x512.jpg)
রাজনৈতিক মহলের ধারণা, বিধানসভা ভোটকে সামনে রেখে বিভিন্ন রাজ্য থেকে আসা বিজেপি নেতাদের বাংলায় যে তৎপরতা চলছে, তাকেও নিশানা করেছেন মমতা। ‘বাইরের কারও হুমকি’র কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী তাঁদের উদ্দেশেও বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এ দিনই বিজেপির এই নির্বাচনী প্রস্তুতিকে বিঁধে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, বাংলাকে নিশানা করে বহিরাগতেরা ব্রিগেড তৈরি করছে। ‘টার্গেট’ করতে হলে চিনকে করুক, পাকিস্তানকে করুক! বাংলাকে কেন? দলের তরফে তাঁর হুঁশিয়ারি, এখানে এসে দাঙ্গা ছড়ানো বা বিভাজন তৈরির চেষ্টা হলে তৃণমূল সর্বশক্তি দিয়ে রুখবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2020/11/carbazar-ad-1024x512.jpg)
বাংলার মাটিতে বাইরের কারও ‘হুমকি’তে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে পোস্তার ব্যবসায়ীদের এদিন আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।